ভারতের হাতে বিশ্বকাপ-হারের ছক্কা খাওয়ার পরে দলের মুণ্ডুপাত করেছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ইমরান খান আর জাভেদ মিয়াঁদাদ। কিন্তু এ বার বর্তমান পাক ক্রিকেটারও দোষারোপের পালা শুরু করে দিয়েছেন। এমনকী সেই প্লেয়ার, মহম্মদ হাফিজের বিশ্বকাপের মধ্যে পাকিস্তানের টিমে যোগ দেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও। যদি তিনি এর মধ্যে পুরো ফিট হয়ে উঠতে পারেন।
এটা যদি পাকিস্তান ড্রেসিংরুমের কাছে আশঙ্কার ব্যাপার হয়, তা হলে তাদের জন্য ভাল খবরও আছে। ওয়াসিম আক্রম ইচ্ছাপ্রকাশ করেছেন, বিশ্বকাপে তিনি পাকিস্তান দলকে প্রয়োজনে সাহায্য করতে চান। তবে একটা শর্তসাপেক্ষে। হয় পাকিস্তান বোর্ড বা টিম ম্যানেজমেন্ট থেকে তাঁর কাছে আগে এ রকম প্রস্তাব দিতে হবে। তিনি নিজে থেকে ব্যাপারটায় এগোবেন না।
চোটের জন্য বিশ্বকাপের ঠিক আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত আসা হাফিজের অভিযোগ, পাকিস্তান টিমে অভ্যন্তরীন সমস্যা চলছে। হেড কোচ ওয়াকার ইউনিস আর প্রধান নির্বাচক মইন খানের অঙ্গুলিহেলনে বিশ্বকাপে দলটা চলছে। তাঁদের সাঁড়াশি চাপে অধিনায়ক মিসবা উল হক কোণঠাসা। পাক ক্রিকেট সূত্রের খবর, বিশ্বকাপের আগে সিডনিতে প্রস্তুতি ক্যাম্পে ওয়াকারের ট্রেনিং পদ্ধতি নিয়ে হাফিজ প্রশ্ন তোলাতেই নাকি তাঁকে দেশে ফিরে আসতে হয়েছে। চোট নাকি তাঁর বিশ্বকাপে না খেলার প্রকৃত কারণ নয়। হাফিজের বদলি পাঠানোর ব্যাপারে মইনেরও নাকি মদত ছিল। এবং পুরো ঘটনায় মিসবাকে কোনও কথা বলতে দেওয়া হয়নি। প্রাক্তন পাক পেসার জালালুদ্দিন বলেছেন, “দরকারে হাফিজের সঙ্গে পিসিবি কর্তারা আলোচনায় বসুক। বিশ্বকাপের এখনও অনেক বাকি। পাকিস্তানের ভাল করার আশা এখনও শেষ হয়ে যায়নি। তার আগেই টিমের আবহটা পুরোপুরি শান্ত করে ফেলা দরকার।”
এ দিকে, ভারত ম্যাচে মহম্মদ ইরফান, আফ্রিদিদের বোলিং দেখার পর প্রাক্তন কিংবদন্তি পাক পেসার আক্রম বলেছেন, “আমি পুরো বিশ্বকাপটা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই আছি। যদি টুর্নামেন্টে পাকিস্তান দলের সামান্য উপকারে লাগতে পারি, তার জন্য আমি তৈরি। আমার অভিজ্ঞতালব্ধ পরামর্শ আমি ছেলেদের দিতে পারি। বিশ্বক্রিকেটের বর্তমান প্লেয়ারদের সম্পর্কে আমি অনেক কিছু জানি। তবে হয় পিসিবিকে বা পাক টিম ম্যানেজমেন্টের তরফে আমাকে আগে তার জন্য অনুরোধ করতে হবে। আগ বাড়িয়ে আমি টিপস দিতে যাব না বিশ্বকাপে আমার দেশকে। বলতে পারব না ভাই আমাকে চাকরি দাও।”