India

সমর্থকদের কাছে কৃতজ্ঞ অধিনায়ক, গর্ব হচ্ছে পুজারার

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০৫:৩২
Share:

তৃপ্ত: বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে ড্রেসিংরুমে অধিনায়ক রাহানে। ছবি টুইটার।

স্বপ্নপূরণের ২৪ ঘণ্টা পরে ভারতীয় ক্রিকেটারদের প্রতিক্রিয়ার কোলাজে ধরা পড়ছে নানা আবেগ। গর্ব, উচ্ছ্বাস, তৃপ্তি— সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।

Advertisement

তার মধ্যেও শান্ত রয়েছেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ হারিয়ে উঠে অজিঙ্ক রাহানে ধন্যবাদ দিচ্ছেন ভারতীয় সমর্থকদের। তিনি টুইট করেছেন, ‘‘আমাদের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। সব সময় আপনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের দলের উপরে ভরসা রেখেছেন। আপনাদের এই আস্থাই আমাদের রসদ জুগিয়েছে ট্রফিটা দেশে ফিরিয়ে আনতে।’’ গত বার অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহালির নেতৃত্বে ২-১ ফলেই সিরিজ জিতেছিল ভারত। এ বার কোহালি প্রথম টেস্টের পরে দেশে ফিরে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে রাহানের কাঁধে। এবং, তিনিও এ বার সেই ২-১ ফলে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি দেশে নিয়ে যাচ্ছেন।

ব্রিসবেনে অবিশ্বাস্য জয় আনার পথে বড় ভূমিকা নিয়েছিলেন চেতেশ্বর পুজারাও। অস্ট্রেলীয় পেসারদের বল একটার পর একটা শরীরে লাগা সত্ত্বেও বুক চিতিয়ে লড়াই করে গিয়েছেন তিনি। পুজারার টুইট, ‘‘আবেগরুদ্ধ হয়ে পড়েছি। মনটা গর্বে ভরে যাচ্ছে। পুরো দল যে চারিত্রিক দৃঢ়তা আর দক্ষতা দেখিয়েছে, তা সত্যি তারিফ করার মতো। প্রচুর সময় ধরে অনুশীলন আর পরিশ্রমের দাম পেলাম। আমাদের সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।’’

Advertisement

ব্রিসবেনের ম্যাচ জেতানো ইনিংস আবার ঋষভ পন্থকে প্রতিষ্ঠিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম ‘গেমচেঞ্জার’ হিসেবে। ম্যাচের নায়ক ঋষভের টুইট, ‘‘যখন পরিস্থিতি কঠিন হয়, তখন আরও শক্তি দিয়ে ঝাঁপাতে হয়। এই সিরিজটা আমরা কোনও দিন ভুলতে পারব না। কঠিন সময়েও আমরা নিজেদের উপরে আস্থা রেখেছি। এই সিরিজ জয় আরও বুঝিয়ে দিল, বিশ্বাস রাখলে কোনও কিছুই পাওয়া সম্ভব।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছে পেসার নবদীপ সাইনির। স্বপ্নের সিরিজ জয়ের সাক্ষী থাকতে পেরে গর্বিত সাইনি টুইট করেছেন, ‘‘কথায় আছে, ‘যুদ্ধ যত কঠিন, জয় তত মধুর।’ এখন সেটা বুঝতে পারছি। সতীর্থদের সঙ্গে ব্যাপারটা উপভোগ করলাম। সবাইকে ধন্যবাদ।’’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে খেলতে পারেননি রোহিত শর্মা। নিভৃতবাস পর্ব কাটিয়ে সিডনিতে ফিরেছেন। সেই রোহিতের টুইট, ‘‘এই অপ্রতিরোধ্য দলটাকে নিয়ে এমন একটা অনুভূতি হচ্ছে, যা ভাষায় বর্ণনা করা যায় না। পথ যতই কঠিন হোক না কেন, আমরা লক্ষ্যে ঠিক পৌঁছেছি। সবাই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement