ভারতীয় দলের ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটাতে কি নিজেকে ভাবছেন অজিঙ্ক রাহানে?
একটা জায়গা বাদ দিয়ে বিশ্বকাপের বাকি দল তৈরি, কয়েক দিন আগেই এ কথা জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটাতে কাকে রাখবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি রবি শাস্ত্রীরা। সেই জায়গাটাতেই কি নিজেকে ভাবছেন অজিঙ্ক রাহানে? তিনি মনে করেন, আসন্ন আইপিএলে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে বিশ্বকাপ দলে জায়গা হতে পারে তাঁর।
গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ভারতের হয়ে শেষ ওয়ান ডে ম্যাচে নামা রাহানের বক্তব্য, ‘‘আইপিএলে আমি ভাল খেললে স্বাভাবিক ভাবেই বিশ্বকাপ দলে ডাক পাব। তাই আমার ভাবনায় এখন শুধুই আইপিএল। কাজটা তো একই। বড় রান করতে হবে, দলকে জেতাতে হবে। তার পরে কী হয়, দেখা যাক।’’
গত বছর বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড দু’বছরের নির্বাসনে পাঠায়। তাই আইপিএল থেকেও তাঁকে সরে যেতে হয়েছিল। স্মিথের জায়গায় রাহানে নেতৃত্বের দায়িত্ব নেন। এ বার স্মিথ ফিরছেন। তিনিই সম্ভবত অধিনায়কত্বে ফিরবেন। তাই খোলা মনে খেলতে পারবেন রাহানে। এবং সেই কারণেই চাপেও নেই তিনি। বলেন, ‘‘কোনও চাপ নেই আমার। এ বারের আইপিএলের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
স্মিথের দলে যোগ দেওয়া প্রসঙ্গে গতবারের অধিনায়ক বলছেন, ‘‘স্মিথকে ফিরে পাওয়াটা আমাদের কাছে খুশির খবর। কনুইয়ের চোটের জন্য ওকে পাব কি না, নিশ্চিত ছিলাম না। যখন জানলাম, ও দলে যোগ দেবে, তখন সবাই খুব উদ্দীপ্ত হয়েছে। স্মিথের অভিজ্ঞতা আর দক্ষতা যে অবিশ্বাস্য। দলকে জেতানোর ক্ষমতা রয়েছে ওর।’’