—ফাইল চিত্র।
কোরিয়ান ওপেনে রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলার অজয় জয়রামকে। বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চিনের চেন লং-এর কাছে হারলেন জয়রাম। খেলার ফল চেন লং-এর পক্ষে ২১-১৪, ২১-১৩।
যে ভাবে একের পর এক অঘটন ঘটিয়ে কোরিয়ান ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন জয়রাম, তাতে ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে থাকা অজয় জয়রাম কোয়ার্টার ফাইনালে হারান ২৬ নম্বরে থাকা প্রতিযোগীকে। এর পর আরও চমক দিয়ে সেমিফাইনালে জয়রাম ধরাশায়ী করেন বিশ্ব র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা চিনা তাইপেই-এর চউ তিয়েনকে।
চোটের জন্য বেশ কিছু দিন কোর্টের বাইরে থাকতে হয়েছিল জয়রামকে। কোর্টে ফিরেই অবশ্য তিনি চমক দেওয়া পারফরম্যান্স দেখাচ্ছিলেন। তার সুবাদে জীবনে প্রথম বার তিনি পৌঁছে যান কোনও সুপার সিরিজের ফাইনালে। চেন লং-এর সঙ্গে ফাইনালে জয়রামের কড়া টক্কর হবে বলে আশা করা গিয়েছিল। কিন্তু, প্রথম সেটে কিছুটা জমাটি লড়াই দিয়েও দ্বিতীয় সেটে লং-এর সামনে তিনি আর দাঁড়াতেই পারেননি