পয়েন্টের নিরিখে বাকিদের ধরাছোঁয়ার বাইরে মোহনবাগান। —ফাইল চিত্র।
মোহনবাগানই আই লিগ (২০১৯-২০ মরসুমের) চ্যাম্পিয়ন। মঙ্গলবারই সরকারি সিলমোহর দিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি।
গত শনিবার লিগ কমিটি আই লিগ নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছিল। পয়েন্টের নিরিখে বাকিদের ধরাছোঁয়ার বাইরে থাকায় মোহনবাগানকেই চ্যাম্পিয়ন বলে তারা সিদ্ধান্ত নিয়েছিল।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু একজিকিউটিভ কমিটি নিতে পারে, তাই লিগ কমিটির সদস্যরা তাঁদের সিদ্ধান্ত পাঠিয়ে দিয়েছিল একজিকিউটিভ কমিটির কাছে। এ দিন একজিকিউটিভ কমিটি সরকারি ভাবে জানিয়ে দিল মোহনবাগানই এ বারের আই লিগ চ্যাম্পিয়ন।
আরও পড়ুন: আইপিএল-এর সেরা বোলার কে? পিটারসেন বললেন…
করোনার জেরে বিশ্বের সমস্ত ক্রীড়া ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। আই লিগও আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল। আই লিগের ২৮ টি ম্যাচ বাকি ছিল। করোনার জন্য বাকি ম্যাচগুলোও বাতিল করে দিয়েছে একজিকিউটিভ কমিটি।
মোহনবাগানকে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে এএফসি চিঠি দিয়েছে। ফিফাও জানিয়েছে, নিজেদের দেশের লিগ নিয়ে ফেডারেশনই সিদ্ধান্ত নিতে পারে। সেই মতোই ফেডারেশন এ বারের আই লিগ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল।