ডেভিস কাপে হার

কানাডার উঠতি তারকা ডেনিস শাপোভালভই ভারতের স্বপ্ন শেষ করে দেন। বিশ্বের ৫১ নম্বর শাপোভালব ৬-৩, ৭-৬ (১), ৬-৩ হারান রামকুমারকে। কয়েকদিন আগেই রাফায়েল নাদালকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শাপোভালভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৪:২৮
Share:

রামকুমার রামনাথন।

ডেভিস কাপে প্লে-অফে ভারত হেরে গেল কানাডার কাছে। এই নিয়ে টানা চার বার বিশ্ব গ্রুপে উঠতে ব্যর্থ হল ভারতীয় দল। প্রথম দিন ১-১ হওয়ার পরে দ্বিতীয় দিন রোহন বোপান্না এবং পূরব রাজা হেরে যাওয়ার ভারতকে টাই জিততে গেলে সোমবারের দুটি সিঙ্গলসেই হারাতে হতো কানাডাকে। কিন্তু ভারতের স্বপ্ন শেষ হয়ে যায় ফিরতি সিঙ্গলসে রামকুমার রামনাথন হেরে যাওয়ায়।

Advertisement

কানাডার উঠতি তারকা ডেনিস শাপোভালভই ভারতের স্বপ্ন শেষ করে দেন। বিশ্বের ৫১ নম্বর শাপোভালব ৬-৩, ৭-৬ (১), ৬-৩ হারান রামকুমারকে। কয়েকদিন আগেই রাফায়েল নাদালকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শাপোভালভ। তাঁকেই ভারতের ওয়ার্ল্ড গ্রুপে ওঠার সামনে সবচেয়ে বড় বাধা ধরা হচ্ছিল। সেটাই হল। দ্বিতীয় সিঙ্গলসে ইউকি ভামব্রি ৬-৪, ৪-৬, ৬-৪ জেতেন। তাতেও অবশ্য লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-৩ হারে ভারত। এর আগে প্লে-অফে সার্বিয়া, চেক প্রজাতন্ত্র এবং স্পেনের কাছে হেরে গিয়েছিল ভারত।

প্লে-অফে হারার পরে আবার মহেশ ভূপতির মন্তব্যে দলে লিয়েন্ডার পেজের ভারতীয় দলে ফিরে আসার পথ খোলা রয়েছে বলে মনে করা হচ্ছে। মহেশ বলেছেন, ‘‘লিয়েন্ডারকে এ বার ডেভিস কাপের দলে রাখা হয়নি ওর র‌্যাঙ্কিং নেমে যাওয়ায়। আগামী বছরের আগে আমরা ডেভিস কাপে খেলছি না। এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement