বোল্ড হয়েও ডিআরএস!
শুভাশিস রায়ের পর সৌম্য সরকার। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে রিভিউ চাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রসিকতা শুরু হল বাংলাদেশি এই ক্রিকেটারকে নিয়ে। এই প্রথম কোনও ব্যাটসম্যান ক্লিন বোল্ড হয়ে রিভিউ চেয়ে বসলেন। আর তাতেই সোশ্যাল মিডিয়া ফের হেসে খুন।
কী হয়েছিল সে দিন?
গালেতে বাংলাদেশের মরণ-বাঁচন লড়াইয়ের ছিল শেষ দিন। দিনের শুরুতেই গুণারত্নের দ্বিতীয় বলে সটান বোল্ড হয়ে যান সৌম্য সরকার। হাল্কা অফ স্পিন বলকে মিস করেন বাঁ হাতি ওই ব্যাটসম্যান। তবে তিনি যে বোল্ড হয়েছেন সেটা না বুঝেই ক্যাচ আউটের জন্য রিভিউ চেয়ে বসেন। কিন্তু তার আগে আম্পায়ার হাত তুলে আউটের ‘সিগন্যাল’ দিয়েছেন। সৌম্যর এই সিদ্ধান্তে শ্রীলঙ্কা টিম অবাক। আম্পায়ারও কিঞ্চিত হতভম্ব হয়ে পড়েন। যদিও হতাশ হয়ে ৫৩ রানে ফিরে যেতে হয় সৌম্যকে। প্রথম ইনিংসে ৭১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।
দেখুন সেই ভিডিও
আরও পড়ুন- ছক্কা না আউট, বাংলাদেশি পেসারের উচ্ছ্বাসে হেসে খুন স্টেডিয়াম
এর আগে প্রথম ইনিংসে শুভাশিস রায়কে নিয়েও মজার ঘটনা ঘটে। তাঁর বলে কুশল মেন্ডিস পুল করে ফাইন লেগে পাঠিয়ে দেন। মুস্তাফিজুর যখন বাউন্ডারির ধার থেকে বলটি ধরেন তত ক্ষণে ছয় হয়ে গিয়েছে। আম্পায়ারও হাত তুলে ওভার বাউন্ডির ‘সিগন্যাল’ দিয়েছেন। কিন্তু ভুলবশত আউট ভেবে তখনও হাত তুলে আনন্দে মশগুল শুভাশিস।
প্রথম টেস্ট বাংলাদেশের হাত ছাড়া হলেও, মাঠে তাঁদের অপ্রত্যাশিত এই ‘আচরণ’-এ মজা পেয়েছে সোশ্যাল মিডিয়া।