এক-একটা টিকিট যখন ‘মাত্র’ তিরিশ হাজার টাকা...

গল্পটা কিছুই না, টিকিটের। কুয়েতের দুই বিত্তবান নাকি সেমিফাইনাল ম্যাচের দু’টো টিকিট চেয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তার কাছে। তা দিভেচা প্যাভিলিয়নের গোটা দু’য়েক টিকিট রেখেও দেন ওই কর্তা। শোনা গেল, টিকিট দিভেচা প্যাভিলিয়নের শুনে প্রথমে নাকি সিঁটকোচ্ছিলেন দুই কুয়েতি। কিন্তু পরে আর কিছু না পাওয়ায় ওই দু’টোই তাঁরা নেন। এক-একটা মাত্র তিরিশ হাজার টাকার বিনিময়ে!

Advertisement

রার্জষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ১২:৫৪
Share:

চাচা যখন ভারত সমর্থক

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভদ্রলোককে অবশ্যই দেখা যায়। নাম বসির, থাকেন শিকাগোয়। ভারত বনাম পাকিস্তান হলে অবশ্যই তিনি থাকেন পাক সমর্থক। তা হলে তিনি মুম্বইয়ে কেন? পাকিস্তান তো কবে দেশে ফিরে গিয়েছে। অথচ তিনি, বসির চাচাকে বুধবার গভীর রাতে দেখা গেল দিব্য ঘুরছেন মুম্বইয়ে ভারতীয় টিম হোটেলে! কেন? “আরে আমি শুধু পাকিস্তানকে সাপোর্ট করি কে বলল? ধোনিও আমার অসম্ভব পছন্দের ক্রিকেটার। সেমিফাইনালে আমি ভারতকেই সাপোর্ট করব।”

কুয়েতি কারবার

Advertisement

গল্পটা কিছুই না, টিকিটের। কুয়েতের দুই বিত্তবান নাকি সেমিফাইনাল ম্যাচের দু’টো টিকিট চেয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তার কাছে। তা দিভেচা প্যাভিলিয়নের গোটা দু’য়েক টিকিট রেখেও দেন ওই কর্তা। শোনা গেল, টিকিট দিভেচা প্যাভিলিয়নের শুনে প্রথমে নাকি সিঁটকোচ্ছিলেন দুই কুয়েতি। কিন্তু পরে আর কিছু না পাওয়ায় ওই দু’টোই তাঁরা নেন। এক-একটা মাত্র তিরিশ হাজার টাকার বিনিময়ে!

আরও পড়ুন-শেষ ১১-য় আজ যুবরাজের বদলি কে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement