গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-জিম্বাবোয়ে ওয়ান ডে চলাকালীন হঠাৎই মাঠের বাইরে জোড়া বিস্ফোরণ হয়। শুক্রবার রাতের ওই ঘটনায় আহত চার পুলিশ কর্মী। পাক বোর্ড তখনই বিবৃতিতে জানায়, গদ্দাফির কাছে দুটো পাওয়ার ট্রান্সফর্মার ফেটে বিস্ফোরণ ঘটেছে।
কলমা চৌক এলাকার এই ঘটনায় আহত হন স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, চোট গুরুতর নয়। একটি অটো, তিনটি মোটরবাইকও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়াম ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। তবে পাকিস্তান-জিম্বাবোয়ে ম্যাচে বিস্ফোরণের কোনও প্রভাব পড়েনি। দ্বিতীয় ওয়ান ডে ছ’উইকেটে জেতে পাকিস্তান। ২০০৯-এ গ়দ্দাফিরই বাইরে শ্রীলঙ্কা টিম বাসে জঙ্গি হানার পর এত দিন পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি কোনও দেশ। নতুন এই ঘটনার রেশ পাক ক্রিকেট ভবিষ্যতে পড়ে কি না, সেটাই দেখার।