শো-কজ করা হল বাগানের দুই কর্তাকে

কলকাতা লিগের ডার্বি না খেলার জন্য মোহনবাগানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে মঙ্গলবারও কোনও সিদ্ধান্ত নিতে পারল না আইএফএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৮
Share:

কলকাতা লিগের ডার্বি না খেলার জন্য মোহনবাগানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে মঙ্গলবারও কোনও সিদ্ধান্ত নিতে পারল না আইএফএ। তবে ডার্বিতে ওয়াকওভার পাওয়া তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেওয়া হল। উল্লেখ্য, এই তিন পয়েন্টের আগেই অবশ্য ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করে ফেলেছে। এ দিন লিগ সাব কমিটির সভা ছিল। সূত্রের খবর, সেখানে বাগানকে কী করা হবে তা নিয়ে অনেক আলোচনা হয়। সেখানে দু’ ভাগ হয়ে যান কর্তারা। একদল বাগানকে কঠিন শাস্তি দেওয়ার দাবি তুলেছিলেন। কিন্তু এখনও লিগ শেষ না হওয়ায় সেই পথে হাঁটতে চায়নি আইএফএ। জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর লিগ শেষ হওয়ার পর মোহনবাগানের আরও দুই পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা বলার জন্য বাগানের দুই কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসুকে শো-কজ করা হয় এ দিন। শো-কজের সিদ্ধান্ত নেওয়ার আগে লিগ সাব কমিটির সদস্যরা খবরের কাগজ ও টিভি-র ফুটেজ দেখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement