উজ্জ্বল ত্বক পেতে মাখুন অ্যাসপিরিন ফেসপ্যাক

ঠান্ডা লাগলে চোখ বুঝে কোন ওষুধ খেতে পারেন? শুধু ঠান্ডা লাগা নয়, অনেক সমস্যাতেই ভরসা করা যায় অ্যাসপিরিনের উপর। জানেন কি ত্বকের জন্যও দারুণ উপকারী অ্যাসপিরিন? উজ্জ্বল ত্বক পেতে ফেসপ্যাকে ব্যবহার করতে পারেন অ্যাসপিরিন। জেনে নিন কী ভাবে।

Advertisement
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:২৪
Share:

ঠান্ডা লাগলে চোখ বুঝে কোন ওষুধ খেতে পারেন? শুধু ঠান্ডা লাগা নয়, অনেক সমস্যাতেই ভরসা করা যায় অ্যাসপিরিনের উপর। জানেন কি ত্বকের জন্যও দারুণ উপকারী অ্যাসপিরিন? উজ্জ্বল ত্বক পেতে ফেসপ্যাকে ব্যবহার করতে পারেন অ্যাসপিরিন। জেনে নিন কী ভাবে।

Advertisement

অ্যাসপিরিনের মূল উপাদান স্যালিসাইক্লিক অ্যাসিড। যা অ্যাপ্রিকট, কমলালেবু, লাল রঙের ফলেরও মূল উপাদান। এর ফলে ত্বকের আর্দ্র ভাব ধরে রাখতে, বলিরেখা কমাতে, অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে, ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে অ্যাসপিরিন।

ফেসপ্যাক

Advertisement

কী কী লাগবে-

অ্যাসপিরিন ট্যাবলেট- পাঁচটা

মধু- এক টেবিল চামচ

দই- এক টেবিল চামচ

কীভাবে বানাবেন-

একটা প্লাস্টিক ব্যাগ বা স্যান্ডউইচ ব্যাগে অ্যাসপিরিন ট্যাবলেট ভরে নিন। গ্লাসের চাপে ভেঙে গুঁড়ো করে নিন। মধু ও দই একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণে অ্যাসপিরিন গুঁড়ো মেশান।

কী ভাবে ব্যবহার করবেন-

মুখ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। পরিষ্কার ত্বকের উপর গরম জলে ভেজা কাপড় চেপে রাখুন। এতে ত্বকের রোমকূপ খুলে যাবে। এ বার অ্যাসপিরিন ফেস প্যাক গোটা মুখে লাগান। চোখের অংশ বাদ দিয়ে লাগাবেন। ২০ থেকে ৩০ মিনিট রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। মুখের পাশাপাশি কনুই, হাঁটু ও বগলের কালো ছোপ দূর করতেও ব্যবহার করতে পারেন অ্যাসপিরিন ফেস প্যাক।

সতর্কতা-

মনে রাখবেন এই ফেসপ্যাকে রাসায়নিক রয়েছে। তাই মাসে দু’তিন বারের বেশি ব্যবহার করা উচিত্ নয়। এই প্যাক সন্ধেবেলা লাগান। যে দিন প্যাক লাগাবেন তার পরদিন বাইরে বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

আরও পড়ুন: শুধু ঠোঁটে নয়, লিপস্টিক ব্যবহার করতে পারেন এ ভাবেও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement