ছবি: গেটি ইমেজেস।
ছবি তোলার শখ। কিন্তু যেমন তেমন ভাবে ছবি তোলা আপনার না পসন্দ। শখ সেলেবদের মতো পোজ দিয়ে ছবি তোলা। কিন্তু জানেন না কেমন ভাবে তুলতে হয় সেলেবদের মতো পোজ দেওয়া ছবি। সেলেবদের মতো চোখ আটকানো পোজে ছবি তুলতে চান? মাথায় রাখুন কয়েকটি উপায়—
• বাকি শরীর থেকে দূরে রেখে হাত ঝুলিয়ে রাখবেন না। শরীর এবং হাতের মধ্যে যেন কোনও ফাঁক না থাকে। ফাঁক তৈরি করতে পারে আপনার ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব। আপনাকে লাগবে চুড়ান্ত আনস্মার্ট। তাই কোমরে রাখুন আপনার হাত। কঠিন হয়ে দাঁড়াবেন না। রিল্যাক্স করে দাঁড়ান। চাইলে কোমরে দু’টি হাতও রাখতে পারেন।
• যদি লং স্লিভওলা জামা পরেন, তা হলে হাত গুটিয়ে না রেখে ঝুলিয়ে রাখতে পারেন, তবে সে ক্ষেত্রে শরীরের কাছে রাখুন আপনার হাত।
• এক পা তুলে দেওয়ালে ভর করে দাঁড়ান। তবে রিল্যাক্স করে দাঁড়াবেন। চাইলে অল্প ঝুঁকেও দাঁড়াতে পারেন। তা হলেই তুলতে পারবেন অসাধারণ ক্যাজুয়াল ভঙ্গিমার ছবি।
• ট্রাউজারের পকেট আছে? অল্প কনুইগুলে বেঁকিয়ে পকেটে হাত ঢুকিয়ে রাখুন।
• শর্ট ড্রেস পরেছেন? আপনার পায়ের আকর্ষণ বাড়িয়ে তুলতে দু’টি পা-কে একে অপরের কাছাকাছি রাখুন। আপনার উচ্চতা যদি কমও হয়, এমন ভঙ্গিতে আপনাকে কিছুটা দীর্ঘাঙ্গী লাগবে।
এই সংক্রান্ত আরও খবর...