Women News

বিকিনি নয়, হিজাব পরেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন সোমালি-মার্কিন তরুণী

হিজাব পরেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন ১৯ বছরের সোমালি-মার্কিন তরুণী হালিমা আদেন। এই প্রথম মিস মিনেসোটা ইউএসএ প্রতিযোগিতার সেমি ফাইনালে কোনও প্রতিযোগী হিজাব পরে অংশ নিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ১০:৫৫
Share:

হিজাব পরেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন ১৯ বছরের সোমালি-মার্কিন তরুণী হালিমা আদেন। এই প্রথম মিস মিনেসোটা ইউএসএ প্রতিযোগিতার সেমি ফাইনালে কোনও প্রতিযোগী হিজাব পরে অংশ নিলেন। দু’দিন ধরে চলা প্রতিযোগিতায় শুধু মুখ দেখা গিয়েছে হালিমার।

Advertisement

হালিমা জানান, স্বল্প পোশাক পরেই শুধু সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়, শরীর সম্পূর্ণ ঢাকা পোশাকেও প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় সেটাই উনি প্রমাণ করতে চেয়েছিলেন। নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলার পাশাপাশি ইসলাম সম্পর্কে ভুল ধারণাও ভাঙতে চেয়েছিলেন হালিমা। সুইম স্যুট প্রতিযোগিতার সময় বুরকিনি পরেছিলেন হালিমা।

তবে এই প্রথম সোমালি-মার্কিন সমাজে ইতিহাস গড়লেন না হালিমা। কলেজে পড়ার সময় কলেজ স্টুডেন্ট গভর্নমেন্টের প্রথম সোমালি-মার্কিন সদস্য হন হালিমা। স্কুলে হোমকামিং কুইনের খেতাবও জিতেছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: “দু’বার ধর্ষণ করা হয়েছে আমাকে, আত্মহত্যা করতে গিয়েছিলাম”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement