ক্রনিক কিডনির অসুখ আসলে নিঃশব্দ ঘাতক। কোনও নির্দিষ্ট উপসর্গ থাকে না। কয়েকটি সাধারণ উপসর্গ দেখলে সাবধান হওয়া দরকার। বারে বারে প্রস্রাবের সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ইউরিন পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। কোনও ত্রুটি থাকলে অবশ্যই নেফ্রোলজিস্টএর পরামর্শ নেওয়া উচিত।
খিদে কমে যায়, বমি বমি ভাব থাকতে পারে, কখনও কখনও বমিও হয়।
অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ে, হাঁপিয়ে ওঠে, নিঃশ্বাসের কষ্ট হয়।
ব্লাড প্রেশার ওঠানামা করে।
একাধিকবার প্রস্রাবের সংক্রমণ হয়, প্রস্রাবে জ্বালা ও ব্যথা হতে পারে।
সকালে ঘুম থেকে ওঠার পর চোখ, মুখ, পা ফোলা লাগে।
কিডনির কাজ কমে গেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার ঝুঁকি বাড়ে।