Women News

কিমার পুর ভরা করলা

করলা আর মাংস? শুনতে অদ্ভুত লাগছে? আমরা বাঙালিরা করলাকে তেতো সব্জি হিসেবে খেতেই অভ্যস্ত। শুরুর পাতে শুক্তো, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাজা বা তেতোর ডালই আমাদের কাছে উচ্ছের পদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ১১:০৪
Share:

করলা আর মাংস? শুনতে অদ্ভুত লাগছে? আমরা বাঙালিরা করলাকে তেতো সব্জি হিসেবে খেতেই অভ্যস্ত। শুরুর পাতে শুক্তো, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাজা বা তেতোর ডালই আমাদের কাছে উচ্ছের পদ। কিন্তু উত্তর ভারত, বিশেষ করে পঞ্জাব, কাশ্মীর ও পাকিস্তানে কিন্তু করলা দিয়ে মাংস বা কিমার পুর ভরা করলা খুবই জনপ্রিয় পদ। শিখে নিন সেই রেসিপি।

Advertisement

কী কী লাগবে

মাটন কিমা: ২ কাপ

Advertisement

করলা: ৫টা

নুন: স্বাদ মতো

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

তেল: ৫ টেবল চামচ

পেঁয়াজ: ৪টে মাঝারি

শাহ জিরা: ১ চা চামচ

আদা-রসুন বাটা: ১ টেবল চামচ

টোম্যাটো: ৩-৪টে মাঝারি

লাল লঙ্কা গুঁড়ো: পৌনে ২ চা চামচ

আমচূড়: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: পৌনে ১ চা চামচ

পুদিনা পাতা: কয়েকটা

কাঁচা লঙ্কা: ৩টে

চাট মশলা: ১ চিমটি

লেবুর রস: ১টা লেবুর

কী ভাবে বানাবেন

করলার খোসা ছাড়িয়ে লম্বালম্বি চিরে বীজ বের করে নিন। সিকি চামচ হলুদ, নুন মাখিয়ে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। একটা বাটিতে কিমা ১ কাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। ননস্টিক প্যানে ২ টেবল চামচ তেল গরম করুন। দুটো পেঁয়াজ কুচিয়ে নিন। তেল গরম হলে শাহ জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ১ মিনিট নেড় নিন। এ বার আদা-রসুন বাটা দিয়ে ২-৩ টেবল চামচ জল দিন। সুগন্ধ বেরনো অবধি নাড়তে থাকুন। টোম্যাটো দিয়ে নেড়েচেড়ে দেড় চামচ লাল লঙ্কা গুঁড়ো, সিকি চামচ হলুদ গুঁড়ো, আধ চামচ আমচূড়, আধ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজতে থাকুন। মাটন কিমা দিয়ে ফুটতে দিন। পুদিনা পাতা, নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

নুন, হলুদ মাখানো করলা জল দিয়ে ধুয়ে টিস্যু পেপার দিয়ে শুকনো করে মুছে নিন। করলার ভিতর কিমার পুর ভরে সুতো দিয়ে বেঁধে নিন। বাকি তেল ননস্টিক প্যানে দিয়ে পুর ভরা করলা ছাড়ুন তেলে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। রান্না হয়ে এলে আমচূড়, চাট মশলা, লেবুর রস ও গরম মশলা গুঁড়ো দিয়ে ঢিমে আঁচে ৩-৪ মিনিট রেখে নামিয়ে নিন।

বাকি কিমার সঙ্গে করলা মিশিয়ে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement