Women News

ডিম পরোটা

ব্রেকফাস্টে ভাল কিছু খেতে ইচ্ছা হলেই পরোটার কথা মনে আসে। আজ শিখে নিন সুস্বাদু ডিমের পরোটার রেসিপি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৫
Share:

ব্রেকফাস্টে ভাল কিছু খেতে ইচ্ছা হলেই পরোটার কথা মনে আসে। আজ শিখে নিন সুস্বাদু ডিমের পরোটার রেসিপি।

Advertisement

কী কী লাগবে

ময়দা: ২ কাপ

Advertisement

নুন: ১ চিমটি

তেল: ১ টেবল চামচ

ডিম: ২টো

পেঁয়াজ কুচি: ১/৪ কাপ

কাঁচালঙ্কা: ১টা (কুচনো)

ধনেপাতা কুচি: ২ টেবল চামচ

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

এরটা বাটিতে ময়দা, নুন ও তেল মিশিয়ে এক কাপ জল দিয়ে নরম করে মেখে নিন। ময়দা মাখা চার ভাগে ভাগ করে লেচি কেটে নিন। লেচি বেলে দু’বার ভাঁজ করে ত্রিকোণ পরোটার আকারে বেলে নিন। একটা বাটিতে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, গরম মশলা ও নুন দিয়ে ফেটিয়ে নিন।

তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ ১-২ মিনিট করে সেঁকে নিয়ে তেল দিয়ে এক মিনিট ভেজে নিন। ধারগুলো মুচমুচে হতে থাকলে সরু ছুরি দিয়ে ধার থেকে কেটে নিন ডিমের মিশ্রণ ঢেলে দিন। পরোটা একটু হেলিয়ে ধরুন যাতে ডিমের মিশ্রণ ভাল করে ভিতরে ঢোকে। উল্টে নিয়ে দু’পাশ ভাল করে ভিতরে ঢোকে। যতক্ষণ না ডিম ভিতরে ভাল করে ভাজা হয়ে ফুলে উঠে পরোটা বাদামি রং ধরলে নামিয়ে নিন।

পরোটার উপর দেশি ঘি মাখিয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement