Women News

এগ চাট

ডিম খেতে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। ডিম দিয়ে তৈরি যে কোনও খাবার যেমন খেতে সুস্বাদু, তেমনই বানানোও খুব সহজ। আবার পুষ্টিকরও। আজ শিখে নিন এগ চাট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৭
Share:

ডিম খেতে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। ডিম দিয়ে তৈরি যে কোনও খাবার যেমন খেতে সুস্বাদু, তেমনই বানানোও খুব সহজ। আবার পুষ্টিকরও। আজ শিখে নিন এগ চাট।

Advertisement

কী কী লাগবে

সিদ্ধ ডিম

Advertisement

টোম্যাটো কেচাপ: ১ টেবল চামচ

টোম্যাটো চিলি সস: ১ চা চামচ

তেঁতুলের ক্কাথ: ৩ চা চামচ

লেবপর রস: ১ চা চামচ

শুকনো খোলায় ভাজা জিরে: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

কাঁচ লঙ্কা: ১টা

স্প্রিং অনিয়ন: ১টা (কুচনোঃ

বুন্দি: ২-৩ টেবল চামচ

কী ভাবে বানাবেন

একটা বাটিতে টোম্যাটো কেচাপ, টোম্যাটো চিলি সস, তেঁতুলের ক্কাথ, লেবুর রস, ভাজা জিরে, কাঁচা লঙ্কা কুচি ও নুন মিশিয়ে নিন। একটা প্লেটে সিদ্ধ ডিম কেটে কেটে সাজিয়ে নিন। এর উপর সস, তেঁতুলের চাটনি ছড়িয়ে দিন। স্প্রিং অনিয়ন, গরম মশলা ও বুন্দি ছড়িয়ে দিলেই তৈরি এগ চাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement