স্যান্ডউইচ ব্রেকফাস্টে খাওয়ার জন্য যেমন ভাল, বিকেলের স্ন্যাকস হিসেবেও তেমনই উপাদেয়। স্যান্ডউইচ যেমন খিদে মেটায় তেমনই বেশি ভারী না হওয়ায় অনেক ক্ষণ পেট ভরা রাখে না। পুষ্টিকরও। আজ শিখে নিন ক্লাবহাউজ স্যান্ডউইচের রেসিপি।
কী কী লাগবে
হোয়াটই ব্রেড: ১২ স্লাইস
লেটুস পাতা: ৮টা
টোম্যাটো: ১৬টা স্লাইস
স্লাইসড হ্যাম বা রোস্টেড টার্কি: ১৬ আউন্স
ক্রিস্পড বেকন: ১৬ স্লাইস
মেয়োনিজ: ৩/৪ কাপ
নুন: আন্দাজ মতো
গোলমরিচ: স্বাদ মতো
টুথপিক: ১৬টা
কী ভাবে বানাবেন
৩ স্লাইস ব্রেড টোস্ট করে নিয়ে মেয়োনিজ স্প্রেড করুন। এ বার একটা স্লাইসের উপর দুটো স্লাইস লেটুস রাখুন, ২টো স্লাইস টোম্যাটো রেখে নুন, গোলমরিচ ছড়িয়ে দিন। এ বার দু’পিস বেকন রেখে ১/৮ অংশ হ্যাম রেখে নুন, গোলমরিচ ছড়িয়ে দিন। এ বার দ্বিতীয় স্লাইস ব্রেড রেখে উপরে আবার একই ভাবে লেটুস, টোম্যাটো, বেকন, হ্যাম দিয়ে তৃতীয় স্লাইস চাপা দিন। এই ভাবই চারটে স্যান্ডউইচ বানিয়ে নিন। কোনাকুনি কেটে নিয়ে টুথপিক গেঁথে নিন। পছন্দের সস বা ডিপ দিয়ে পরিবেশন করুন।
টিপ্স: স্যান্ডউইচের সঙ্গে পোটাটো চিপস ও চিলি গার্লিক সস পরিবেশন করতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী স্যান্ডউইচ টপিংও বদলাতে পারেন। মেয়োনিজের বদলে স্যালাড ক্রিম বা ককটেল সস ব্যবহার করতে পারেন। হ্যামের উপর চিজ দিতে পারেন। টার্কি বা হ্যামের বদলে চিকেন, বিফ যা খুশি ব্যবহার করতে পারেন।