গর্ভধারণ, মোটা হয়ে যাওয়া, বা হঠাৎ করে রোগা হয়ে যাওয়ার ফলে অনেক সময় পেট, থাই, কোমর, ঘাড়ের ভাঁজের চামড়া ফেটে ফেটে যায় বা কুঁচকে যায়। একেই স্ট্রেচ মার্কস বলে। এই ধরনের সমস্যা একবার দেখা দিলে তা কমতে চায় না। অনেকের তো সারা জীবনেও এই দাগ মেলায় না। আবার এই দাগ দেখতেও খুবই দৃষ্টিকটূ। তবে কিছু ঘরোয়া উপায়ে এই দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আরও পড়ুন: চুল থেকে নখ সবেতেই কামাল করে অলিভ অয়েল