Beauty Care

এই ৭ তেল দিয়েই যত্ন নিতে পারেন চুল থেকে নখ পর্যন্ত

আকষর্ণীয় চেহারা পেতে চুল থেকে নখ শরীরের সব অংশেরই নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। জানেন কি সব কিছুর যত্ন নিতেই রয়েছে বিভিন্ন তেল। শুধু মাত্র তেলের ব্যবহারেই আপনি পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল চেহারা। জেনে নিন কোন তেল কী ভাবে ব্যবহার করতে পারেন। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ১০:০৩
Share:
০১ ০৮

আকষর্ণীয় চেহারা পেতে চুল থেকে নখ শরীরের সব অংশেরই নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। জানেন কি সব কিছুর যত্ন নিতেই রয়েছে বিভিন্ন তেল। শুধু মাত্র তেলের ব্যবহারেই আপনি পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল চেহারা। জেনে নিন কোন তেল কী ভাবে ব্যবহার করতে পারেন।

০২ ০৮

আমন্ড তেল: আমন্ডে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল থাকে যা কিউটিকলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত নখে আমন্ড অয়েল লাগালে তা নখ হলুদ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া রোধ করতে পারে।

Advertisement
০৩ ০৮

তিলের তেল: মাড়ি থেকে রক্তক্ষরণ, দাঁতের ক্ষয় রোধে প্রতি দিন ব্যবহার করুন তিলের তেল। এতে দাঁত সাদা, ঝকঝকেও হবে।

০৪ ০৮

হিবিস্কাস অয়েল বা জবার তেল: এই তেলের মধ্যে থাকা খনিজ চুল ঘন করতে ও চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

০৫ ০৮

ক্যাস্টর অয়েল: এই তেলে থাকা লিনোলেনিক অ্যাসিড চোখের পাতা ও ভ্রু ঘন করতে সাহায্য করে।

০৬ ০৮

ফ্লাক্সসিড অয়েল: শরীরে মেটাবলিজমের হার বাড়িয়ে ডিটক্স করতে সাহায্য করে ফ্লাক্সসিড অয়েল।

০৭ ০৮

টি ট্রি অয়েল: ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, অ্যাকনে বা ত্বকের যে কোনও রকম দাগের সমস্যায় দারুণ কাজ দেয় টি ট্রি অয়েল। তুলোয় সামান্য টি ট্রি অয়েল নিয়ে অ্যাকনের উপর লাগান।

০৮ ০৮

অলিভ অয়েল: ফাটা পায়ের সমস্যা দূর করতে অব্যর্থ অলিভ অয়েল। রাতে ঘুমনোর সময় পায়ের পাতায় অলিভ অয়েল মেখে শুতে যান। ২ সপ্তাহের মধ্যে ফাটা দূর হয়ে পায়ের পাতা নরম হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement