সুজির খিচুড়ি রেসিপি

বৃষ্টি মানেই চালে ডালে মিশিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া। আর এই চালে ডালে বানিয়ে নেওয়ার প্রথম ধারণা কিন্তু আসে অ্যাংলো ইন্ডিয়ান খাবার ‘কেজরি’ (Kedgeree) থেকে। মিশরে আবার এই খিচুড়ি ‘কুশারি’ নামে পরিচিত। তবে ভারতে প্রথম খিচুড়ির রেসিপি পাওয়া যায় আবুল ফজলের লেখা আইন-ই-আকবরি তে। মুঘল আমলে তা বেশ জনপ্রিয়তা পায়। খিচুড়ি মানেই চাল-ডাল নয়, সুজি আর মুগ ডালের মিশ্রণেও বানাতে পারেন সুস্বাদু খিচুড়ি।

Advertisement

রেশমী প্রামাণিক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ১৩:০০
Share:

ছবি: সংগৃহীত।

এই খিচুড়িতে চাল নেই। ভাজা মুগডালের সঙ্গে চালের বদলে সুজি দিয়ে বানাতে পারেন ঝুরঝুরে খিচু়ড়ি।

Advertisement

কী কী লাগবে

সুজি: ১৫০ গ্রাম

Advertisement

মুগ ডাল: ১০০ গ্রাম

নারকেল কোরা: ১/৪ কাপ

কড়াইশুঁটি: ১/৪ কাপ

কারিপাতা: ১০-১২টা

কাঁচালঙ্কা ২-৩টি (চেরা)

হলুদ, নুন, চিনি: প্রয়োজন মতো

সাদা তেল

কী ভাবে বানাবেন

কড়াইতে সাদা তেল দিয়ে কারি পাতা, কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা মুগডাল, কড়াইশুঁটি, নুন, হলুদ, চিনি দিয়ে নেড়ে জল দিয়ে দিন। ডাল গলে এলে তাতে হালকা করে ভেজে রাখা সুজি দিয়ে দিন। খিচুড়ি হয়ে এলে নারকেল কোরা ছড়িয়ে নামিয়ে নিন। এই খিচুড়ি বেশ ঝুরঝুরে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement