Women News

ত্বকের রং অনুযায়ী বেছে নিন বিয়ের শাড়ি

বছরের শুরুতেই বিয়ে। সব আয়োজন, গয়নাগাঁটি কেনা হয়ে গেলেও পোশাক, শাড়ি শেষ মুহূর্তের ট্রেন্ড দেখে কিনবেন ভেবে রেখেছেন? তাহলে জেনে নিন কোন রংগুলো এই মরসুমে ট্রেন্ড করছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৫০
Share:

বছরের শুরুতেই বিয়ে। সব আয়োজন, গয়নাগাঁটি কেনা হয়ে গেলেও পোশাক, শাড়ি শেষ মুহূর্তের ট্রেন্ড দেখে কিনবেন ভেবে রেখেছেন? তাহলে জেনে নিন কোন রংগুলো এই মরসুমে ট্রেন্ড করছে। তার মধ্যে থেকেই নিজের স্কিনটোন অনুযায়ী কোনটা হবে আপনার জন্য মানানসই।

Advertisement

গায়ের রঙের পাশাপাশি যে বিষয়গুলো মাথায় রাখবেন

পোশাকের সঙ্গে কী ধরনের গয়না পরবেন

Advertisement

দিনের বেলার সাজ না রাতের। কারণ এর ওপর নির্ভর করবে আপনার মেক আপ ও লাইট কেমন থাকবে। দিনের আলোয় যে রং উজ্জ্বল দেখায়, রাতে সেই রং ফ্যাকাশে লাগতে পারে। আবার রাতে যেই রং সুন্দর লাগে দিনের আলোয় তা দেখতে বেশি উজ্জ্বল লাগে।

আপনার পোশাকের রং ছবিতে কেমন আসবে।

ফর্সা, ফ্যাকাশে ত্বক

কোন রং পরবেন

উজ্জ্বল: র‌্যাসপবেরি পিঙ্ক, উজ্জ্বল নীল, শরবতি গোলাপি বা লাইম গ্রিন।

হালকা রং: হালকা গোলাপি, পিচ, মিন্ট গ্রিন।

জুয়েল টোন: ওয়াইন, পমেগ্রান্ট(বেদানা লাল), গাঢ় এমারেল্ড গ্রিন(পান্না সবুজ), মিডনাইট ব্লু। এই সব রঙে ত্বক উজ্জ্বল দেখাবে।

এ ছাড়াও ফর্সা ত্বকে নীলের যে কোনও শেড দেখতে ভাল লাগে।

কোন রং এড়িয়ে চলবেন

উজ্জ্বল ট্যাঞ্জারিন অরেঞ্জ, টোম্যাটো রেড এড়িয়ে চলাই ভাল। কমলা যদি একান্তই পছন্দ হয় তাহলে পিচ অরেঞ্জ, রাস্ট অরেঞ্জ, গাঢ় লাল বা রোজ রেড চলতে পারে। উজ্জ্বল নিওন অরেঞ্জ বা টোম্যাটো লাল ফর্সা রঙে ঝলসানো দেখতে লাগবে।

তেমনই বেজ রং পরলে ত্বকের সঙ্গে মিলে গিয়ে ছবিতে ভাল লাগবে না দেখতে। তাই এড়িয়ে চলুন।

গম রং, উজ্জ্বল শ্যামবর্ণ

কোন রং পরবেন

উজ্জ্বল: হালকা রং একেবারেই চলবে না। কোরাল, কমলা, কেসর হলুদ, লাল, রাস্ট, হট পিঙ্ক রং, পিচ বেছে নিন যা আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে।

জুয়েল টোন: ডাস্টি পিঙ্ক, একটু মাঝারি শেডের পান্না সবুজ, রয়্যাল ব্লু।

বেজ, গোল্ড বা অ্যাশ গ্রে-র মতো রং আপনার ত্বকে দেখতে ভাল লাগবে না। ছবিতেও ফ্যাকাশে লাগবে।

পার্পল, মিডনাইট ব্লু বা বেশি গাঢ় সবুজ রঙে ত্বক দেখতে বেশি কালো লাগতে পারে।

শ্যামবর্ণ, জলপাই রঙের ত্বক

কোন রং পরবেন

প্যাস্টেল: এই ধরনের ত্বকে প্যাস্টেল শেড দেখতে ভাল লাগবে। গায়ের রং কালো হয় অনেকেই মনে করেন প্যাস্টেল শেড দেখতে ভাল লাগবে না। কিন্তু মিন্ট গ্রিন, ওয়ার্ম প্যাস্টেল পিঙ্ক, ডাস্টি পিঙ্ক পরতে পারেন।

উজ্জ্বল: গোলাপির যে কোনও উজ্জ্বল শেড, কোরাল, পোড়া কমলা এই ধরনের ত্বকের জন্য আদর্শ।

কোন রং এড়িয়ে চলবেন

লাল যদি পরতে চান তাহলে মেরুন লাল এড়িয়ে চলুন। কমলা লাল বেছে নিন।

নিওন শেড একবারেই চলবে না।

আরও পড়ুন: ট্রেন্ডি ব্রাইড হয়ে উঠতে চাইলে ওয়ার্ডরোবে অবশ্যই রাখুন এই ১০ জিনিস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement