ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে ব্যবহার করুন কফি

প্রতিদিনের কাজের চাপে নিজের দিকে ফিরে তাকাবার সময় পান না মধুরিমা। ২৪ ঘণ্টাই ব্যস্ত উচ্চপদস্থ কর্পোরেট চাকুরে মধুরিমা। দিন কে দিন চুল এবং ত্বক, দুই উজ্জ্বলতা হারাচ্ছে। এ দিকে পেশার তাগিদে নিজেকে আকর্ষণীয় রাখাও সমান জরুরি। মহা ফাঁপরে পড়েছে মধুরিমা। মধুরিমার মতো সমস্যা কী আপনারও? কী করা যায়? হাত বাড়ান কফির দিকে। শুধু পানীয় হিসেবে নয় রূপটানেও ব্যবহার করুন কফি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৯
Share:

প্রতিদিনের কাজের চাপে নিজের দিকে ফিরে তাকাবার সময় পান না মধুরিমা। ২৪ ঘণ্টাই ব্যস্ত উচ্চপদস্থ কর্পোরেট চাকুরে মধুরিমা। দিন কে দিন চুল এবং ত্বক, দুই উজ্জ্বলতা হারাচ্ছে। এ দিকে পেশার তাগিদে নিজেকে আকর্ষণীয় রাখাও সমান জরুরি। মহা ফাঁপরে পড়েছে মধুরিমা। মধুরিমার মতো সমস্যা কী আপনারও? কী করা যায়? হাত বাড়ান কফির দিকে। শুধু পানীয় হিসেবে নয় রূপটানেও ব্যবহার করুন কফি।

Advertisement

ক্যাফেন এবং পলিফেনল সমৃদ্ধ কফি বিনসে আছে প্রচুর পরিমান অ্যান্টি অক্সিডেন্ট। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে কফি বিনস।

এক কাপ কফি বিনস, হাফ কাপ চিনি, এক কাপ নারকেল তেল নিয়ে মিশিয়ে নিন। স্নানের পর ভেজা গায়েই মাখুন মিশ্রণটা। হালকা হাতে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হবে।

Advertisement

হাফ কাপ কফি বিনসের সঙ্গে হাফ কাপ কোকো পাউডার, এক কাপ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটায় এক টেবল চামচ মধু মিশিয়ে নিন। সারা গায়ে মেখে নিন মিশ্রণটা। মিনিট পনেরো রাখার পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ফিরে আসবে ত্বকের উজ্জ্বলতা।

সূর্যের ক্ষতিকারক অতি-বেগুনি রশ্মির কারণে ট্যান পড়ছে ত্বকে? এক কাউ গরম কফিকে ঠান্ডা করুন। ঠান্ডা হওয়া কফিতে ভিজিয়ে নিন তুলো। ট্যান পড়া জায়গায় লাগিয়ে নিন। অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে উপকার পাবেন।

বিভিন্ন ধরণের ত্বকের ক্যানসারও প্রতিরোধ করে কফি।

চোখের তলায় ফোলা ভাব কমাতে জুরি নেই কফির। ঠান্ডা কফিতে ভিজিয়ে রাখা তুলো চোখের তলায় রাখুন কিছু ক্ষণ। মিনিট দশেক রাখার পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চোখের ডার্ক সার্কেল কমবে এবং ফোলা ভাবও কমে যাবে।

শ্যাম্পু করার পর কন্ডিশনারের সঙ্গে কফিগুঁড়ো মিশিয়ে চুলে এবং মাথার স্কাল্পে লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ রাখার পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চুলের বৃদ্ধি হবে।

তা হলে আর দেরি কেন হাতের কাছে থাকা কফিকেই রূপটানে ব্যবহার করুন।

এই সংক্রান্ত আরও খবর...

• বয়স ধরে রাখতে মাখুন চিনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement