International Women's Day

১৮ শক্তিশালী নারীর আদলে পুতুল আনল বার্বি

বার্বি মানেই তন্বী। আওয়ার গ্লাস ফিগারের এক মহিলা। কেন নারীদের এই ভাবেই দেখা হবে? যেই বার্বিকে দেখে বড় হচ্ছে মেয়ে, কিশোরীরা তারা এই ভাবেই কেন দেখবে নিজেদের রোল মডেল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ১৫:৪৫
Share:
০১ ১৯

বার্বি মানেই তন্বী। আওয়ার গ্লাস ফিগারের এক মহিলা। কেন নারীদের এই ভাবেই দেখা হবে? যেই বার্বিকে দেখে বড় হচ্ছে মেয়ে, কিশোরীরা তারা এই ভাবেই কেন দেখবে নিজেদের রোল মডেল। আন্তর্জাতিক নারী দিবসে তাই ১৮ জন নারীর আদলে নতুন মডেল নিয়ে এল বার্বি। যারা সত্যিকারের অনুপ্রেরণা।

০২ ১৯

ফ্রিদা কাহলো, শিল্পী।

Advertisement
০৩ ১৯

আমেলিয়া আর্থহার্ট, এভিয়েশন পায়োনিয়ার।

০৪ ১৯

মার্টিনা ওসিচোস্কা, সাংবাদিক।

০৫ ১৯

হেলেন দারোজি, বিখ্যাত শেফ।

০৬ ১৯

অ্যাশনে গ্রাহাম, মডেল ও বডি অ্যাক্টিভিস্ট।

০৭ ১৯

প্যাটি জেনকিন্স, চিত্র পরিচালক।

০৮ ১৯

ক্যাথরিন জনসন, নাসার গণিতজ্ঞ ও পদার্থবিদ

০৯ ১৯

উয়ান উয়ান তান, ব্যালেরিনা ডান্সার।

১০ ১৯

সারা গামা, ফুটবলার।

১১ ১৯

লায়লা পিদিয়াস, ডিজাইনার ও উদ্যোগপতি।

১২ ১৯

ইভতিয়াজ মহম্মদ, ফেন্সিং চ্যাম্পিয়ন।

১৩ ১৯

বিন্দি আরউইন, বন্যপ্রাণ সংরক্ষণহবাদী।

১৪ ১৯

জিয়াওতং গুয়ান, অভিনেত্রী ও মানবতাবাদী।

১৫ ১৯

ক্লো কিম, স্নোবোর্ডিং চ্যাম্পিয়ন।

১৬ ১৯

গ্যাবি ডগলাস, জিমনাস্টিক চ্যাম্পিয়ন।

১৭ ১৯

আভা ডুভারনে, চিত্র পরিচালক।

১৮ ১৯

হুই রুকি, ভলিবল চ্যাম্পিয়ন।

১৯ ১৯

নিকোলা অ্যাডামস ওবে, বক্সিং চ্যাম্পিয়ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement