অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীই এখন ফ্যাশন আ‌ইকন

তাঁর মুখেই অ্যাসিড ছুঁড়েছিল আততায়ী৷ আয়নায় নিজের মুখ দেখতে এক সময় ভয় পেতেন নিজেই৷ কিন্তু সেখান থেকেই শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই। সময় বদলে গিয়েছে। আজ তিনিই ফ্যাশন আ‌ইকন। লক্ষ্মী ৷ ‘বিভা অ্যান্ড ডিভা’ ব্র্যান্ডের চলতি মুখ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ১৮:৪৯
Share:

তাঁর মুখেই অ্যাসিড ছুঁড়েছিল আততায়ী৷ আয়নায় নিজের মুখ দেখতে এক সময় ভয় পেতেন নিজেই৷ কিন্তু সেখান থেকেই শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই। সময় বদলে গিয়েছে। আজ তিনিই ফ্যাশন আ‌ইকন। লক্ষ্মী ৷ ‘বিভা অ্যান্ড ডিভা’ ব্র্যান্ডের চলতি মুখ।

Advertisement

যখন ফ্যাশন ডিভা হিসেবে সাইজ জিরোদের নামই তালিকার প্রথমে থাকে সেখানে ‘ফ্যাশন অফ কারেজ’-এর মুখ লক্ষ্মী অবশ্যই ব্যতিক্রম। লক্ষ্মীর সাহস ও মনোবল, জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াই, অন্যান্য আক্রান্তদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা নজর কাড়ে এই ব্র্যান্ড কর্তাদের৷ সে কারণেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সৌন্দর্যের চিরাচরিত ধারণাকে নস্যাৎ করে, লক্ষ্মীকেই তাঁরা ফ্যাশনের মুখ হিসেবে বেছে নিয়েছেন৷

কেন এমন সিদ্ধান্ত নিল এই সংস্থা? মুখপাত্র আয়ুশি রাস্তোগি জানিয়েছেন, ‘‘শারীরিক সৌন্দর্যের বিচারে মেয়েদের বিচার করার যে চলতি ধারণা, তাকে চ্যালেঞ্জ জানাতেই এই সিদ্ধান্ত৷’’ নিজেদের ফেসবুক পেজে এই নতুন মডেলের ক্যাম্পেনিংও শুরু করেছেন তাঁরা।

Advertisement

মডেল হয়ে কেমন লাগছে তাঁর? লক্ষ্মী জানিয়েছেন, তাঁর আশা এই পদক্ষেপ সামাজিক চেতনা বাড়াতেও সাহাষ্য করবে।

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement