শব্দ-জব্দ নিয়ে কী বলছেন শিক্ষার্থীরা
বাংলা শব্দে ভয়? নাকি ভয় পেরিয়েই জয়? আধুনিকতার এই যুগে নিজের মাতৃভাষাকে কতটা সযত্নে লালন করছে এই যুগের শিক্ষার্থীরা? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তথা এই বাংলা ভাষাকে নবরূপে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে নতুন এক প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছিল আনন্দবাজার অনলাইন — ‘শব্দ-জব্দ’। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় ১০০টি স্কুলে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত। আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিল শিক্ষার্থীরা? শুনে নিন