দাঁতালের আতঙ্ক

মানবাজার শহরের মধ্যে রবিবার সন্ধ্যায় দু’টি দাঁতাল ঢুকে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়। মানবাজারের রেঞ্জ অফিসার সুরেশ বর্মন বলেন, ‘‘সোমবার সকালে দু’টি দাঁতালকে মুকুটমণিপুর জলাধারের পিছনে দোলাডাঙা পিকনিক স্পটের কাছে দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মানবাজার শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৫
Share:

মানবাজার শহরের মধ্যে রবিবার সন্ধ্যায় দু’টি দাঁতাল ঢুকে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়। মানবাজারের রেঞ্জ অফিসার সুরেশ বর্মন বলেন, ‘‘সোমবার সকালে দু’টি দাঁতালকে মুকুটমণিপুর জলাধারের পিছনে দোলাডাঙা পিকনিক স্পটের কাছে দেখা গিয়েছে। একটু বেলার দিকে মানবাজারের বনাঞ্চল ছেড়ে বাঁকুড়ার বনাঞ্চলে ঢুকেছে বলে খবর পেয়েছি।’’ বনদফতর সূত্রে জানা গিয়েছে, দলছুট দু’টি দাঁতাল পুরুলিয়ার জয়পুর এলাকা থেকে এ দিকে আসছে বলে রবিবার খবর মেলে। বিকেলে কেন্দা থানার কুড়ুকতোপা হয়ে মানবাজার এলাকায় ঢুকে পড়ে। রেঞ্জার বলেন, ‘‘আমাদের কর্মীরা পিছনে ছিল। অন্ধকারে হঠাৎ হাতি দু’টি দিক পরিবর্তন করে জমির আল ছেড়ে দিয়ে মানবাজারে পোদ্দার পাড়া এলাকায় ঢুকে পড়ে। পরে দাসপাড়া, মুসলমান পাড়া হয়ে দাঁতাল দু’টি নামপাড়ায় যায়। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে কোথায় গা ঢাকা দিল বুঝতে পারিনি। তবে হাতি দু’টি বাজারে ঢুকে পড়লেও কোথাও কোনও ক্ষতির খবর নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement