বিশ্বের প্রথম দশ ব্যয়বহুল বিজ্ঞান গবেষণা প্রকল্প

জাপানে যে ‘আন্তর্জাতিক লিনিয়ার কোলাইডার (আইএলসি)’ নির্মাণের কাজ শুরু হতে চলেছে আগামী বছরে, বাজেট বরাদ্দের নিরিখে তা বিশ্বের বিজ্ঞান গবেষণা প্রকল্পগুলির মধ্যে চতুর্থ। বিশ্বের সেই প্রথম দশটি প্রকল্প কোথায় কোথায় গড়ে তোলা হয়েছে বা হচ্ছে, এই তালিকায় তা তুলে ধরা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ১৪:২৬
Share:

ফ্রান্সে আন্তর্জাতিক থার্মো নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর।

জাপানে যে ‘আন্তর্জাতিক লিনিয়ার কোলাইডার (আইএলসি)’ নির্মাণের কাজ শুরু হতে চলেছে আগামী বছরে, বাজেট বরাদ্দের নিরিখে তা বিশ্বের বিজ্ঞান গবেষণা প্রকল্পগুলির মধ্যে চতুর্থ। বিশ্বের সেই প্রথম দশটি প্রকল্প কোথায় কোথায় গড়ে তোলা হয়েছে বা হচ্ছে, নীচের তালিকায় তা তুলে ধরা হল।

Advertisement

১) পৃথিবীর বায়ুমণ্ডলের ৩৭০ কিলোমিটার ওপরে মহাকাশে ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)’ গড়তে খরচ হয়েছে ১৫ হাজার কোটি মার্কিন ডলার।

Advertisement

২) ফ্রান্সে ‘আন্তর্জাতিক থার্মো-নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর(আইটিএনইআর)’ গড়ে তুলতে খরচ হয়েছে দুই হাজার ৬০ কোটি মার্কিন ডলার।

৩) নাসা যে সুবিশাল ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’ বানাচ্ছে, তার জন্য খরচ হয়েছে ৩২৬ কোটি মার্কিন ডলার।

৪) জাপানে ‘আন্তর্জাতিক লিনিয়ার কোলাইডার (আইএলসি)’ গড়ার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ৬৬৫ কোটি মার্কিন ডলার।

৫) সুইৎজারল্যান্ডে সার্নের ‘লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি)’ গড়ে তুলতে খরচ হয়েছে ৬৪০ কোটি মার্কিন ডলার।

৬) শনির কক্ষপথে ‘ক্যাসিনি-হাইগেন্স’ মহাকাশযান পাঠাতে নাসার খরচ হয়েছে ৩২৬ কোটি মার্কিন ডলার।

৭) ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) ‘এনভিস্যাট’ উপগ্রহ পাঠাতে খরচ হয়েছে ৩১০ কোটি মার্কিন ডলার।

৮) রাষ্ট্রপুঞ্জের ‘হিউম্যান জিনোম প্রজেক্ট’-এর জন্য খরচ হয়েছে ২৭০ কোটি মার্কিন ডলার।

৯) মঙ্গলে ‘মিস কিউরিওসিটি’ রোভার মহাকাশযান পাঠাতে নাসার খরচ হয়েছে ২৫০ কোটি মার্কিন ডলার।

১০) আমেরিকায় যে ‘সুপার- কনডাক্টিং সুপার-কোলাইডার (এসসিএসসি)’ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা, তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি মার্কিন ডলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement