প্রতীকী চিত্র- শাটারস্টক।
ভুয়ো খবর ছড়ানোর অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, হোয়টস্অ্যাপে অহরহ ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর। সত্যাসত্য যাচাই না করেই মানুষ তা ফরোয়ার্ডও করে দিচ্ছেন। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ফেক নিউজের আরও বাড়বাড়ন্ত। এর মাঝে একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু হয়েছে হোয়টসঅ্যাপের অন্দরমহলে।
কী সেই ফিচার?
লক্ষ্য করে দেখবেন, কিছু ফরোয়ার্ড করা মেসেজের উপরের বাঁ-দিকের কোণে এক-জোড়া তীর চিহ্ন থাকে। বহু হাত ঘুরে যে মেসেজ ফরোয়ার্ড হয়ে আপনার কাছে আসছে, তা চিহ্নিত করতেই এই ব্যবস্থা।
আগামী দিনে এই ধরনের মেসেজের পাশেই থাকতে চলেছে একটি আতসকাচের চিহ্ন। ওই আইকনে ট্যাপ করলেই হোয়াটস্অ্যাপ আপনার কাছে জানতে চাইবে, আপনি কি এই মেসেজ সম্পর্কে গুগ্ল-এ খোঁজাখুঁজি করতে চান? এর পর সার্চ ওয়েব বিকল্পটিতে ক্লিক করলেই আপনি মেসেজটির সত্যি-মিথ্যে যাচাই করে ফেলতে পারবেন।
শুধুমাত্র জোড়া তীর চিহ্ন থাকা মেসেজের ক্ষেত্রে এই ফিচারটি পাওয়া যাবে। আপাতত এই ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। কবে তা বাজারে আসবে, সংস্থার পক্ষ থেকে এখনও তা জানানো হয়নি।
আরও পড়ুন: ভুয়ো খবর ঠেকাতে মেসেজ ফরোয়ার্ডে রাশ হোয়াটসঅ্যাপের
আরও পড়ুন: কাজ গিয়েছে ৯০ লক্ষের, ভবিষ্যতে অন্ধকার দেখছে সব সমীক্ষাই