ছবি: শাটারস্টক
৩৫ টাকা নয়, এ বার নতুন ২৪ টাকার ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। এই নতুন রিচার্জ প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে টেলিকম সংস্থা ভোডাফোন।
নতুন এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিনামূল্যে ১০০ মিনিট কথা বলা যাবে। তবে ইন্টারনেট ডেটা ব্যবহারের কোনও সুবিধা এই প্ল্যানে পাওয়া যাবে না বলেই জানিয়েছে ভোডাফোন। সেই হিসেবে প্রতি ১০ কেবি ডেটা ব্যবহারের জন্য খরচ হবে ৪ পয়সা করে। রোমিংয়ে থাকাকালীন প্রতি ১০ কেবির জন্য খরচ হবে ১০ পয়সা।
রাত ১১ টা থেকে সকাল ৬ টা অবধি সময় বাদ দিলে, এই প্ল্যানে প্রতি সেকেন্ডে ফোন করার খরচ দাঁড়াবে ২.৫ পয়সা। তবে ১০০ মিনিট ফ্রি টকটাইম একমাত্র ভোডাফোন থেকে ভোডাফোন বা আইডিয়া থেকে আইডিয়া নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে। প্রত্যেক এসএমএস-এর জন্য খরচ হবে ১ টাকা করে।
আরও পড়ুন: জিওকে টেক্কা দিতে ২৫০০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ভোডাফোন আইডিয়া
সমস্ত প্রিপেড গ্রাহকেরাই এই রিচার্জ করতে পারবেন ‘মাই ভোডাফোন’ অ্যাপ্লিকেশন ব্যবহার করে। যদিও এই প্ল্যানের সঙ্গে কোনও ডেটা বা টকটাইমের সুবিধা না থাকায় তা কতটা জনপ্রিয় হবে সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ভোডাফোনের তরফে এও বলা হয়েছে যে, ২৮ দিন পর এই প্ল্যান শেষ হওয়ার সময় যদি গ্রাহকের অ্যাকাউন্টে ২৪ টাকা থেকে থাকে, তা হলে নিজের থেকেই এই প্ল্যান আবার চালু হয়ে যাবে।
আরও পড়ুন: ব্রহ্মাণ্ডে তলিয়ে যাচ্ছে বড় একটা গ্যালাক্সি! শরীর ছিঁড়ে বেরিয়ে আসছে গ্যাস, নক্ষত্ররা