Science news

মোবাইলে হিরের স্ক্রিনগার্ড! আসছে বাজারে

জমানা কি শেষ হতে চলেছে গরিলার? মোবাইল ফোনের ক্ষতি এড়াতে স্ক্রিনে গরিলার শক্তিধারী গরিলা গ্লাস লাগিয়ে নিয়েছি আমরা অনেকেই। কিন্তু জানেন কি গরিলার থেকেও শক্তিশালী এক স্ক্রিন গার্ড আসছে বাজারে! মোবাইল ফোনকে আরও সুরক্ষিত করতে গরিলার বদলে এবার আসছে হিরের স্ক্রিনগার্ড।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৮
Share:
০১ ০৬

জমানা কি শেষ হতে চলেছে গরিলার? মোবাইল ফোনের ক্ষতি এড়াতে স্ক্রিনে গরিলার শক্তিধারী গরিলা গ্লাস লাগিয়ে নিয়েছি আমরা অনেকেই। কিন্তু জানেন কি গরিলার থেকেও শক্তিশালী এক স্ক্রিন গার্ড আসছে বাজারে! মোবাইল ফোনকে আরও সুরক্ষিত করতে গরিলার বদলে এবার আসছে হিরের স্ক্রিনগার্ড।

০২ ০৬

গরিলা গ্লাসের থেকে আরও কার্যকর এবং ক্ষমতাশালী হিরে। তেমনই দাবি আখান সেমিকন্ডাক্টর নামে এক সংস্থার।

Advertisement
০৩ ০৬

কী সেই স্ক্রিন গার্ড? মিরাজ ডায়মন্ড গ্লাস। ডায়মন্ড ন্যানোক্রিস্টাল দিয়ে তৈরি হয়েছে এই স্ক্রিন গার্ড।

০৪ ০৬

হিরের কাঠিন্যর জন্য মিরাজ ডায়মন্ড গ্লাস সেরা স্ক্রিন গার্ড হিসাবে কাজ করবে, দাবি প্রস্তুতকারী সংস্থার।

০৫ ০৬

সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৯-এ বাজারে আসতে চলেছে এই ডায়মন্ড গ্লাস।

০৬ ০৬

তবে যেমন নাম দামও তো তেমনই হবে। তাই এই ডায়মন্ড গ্লাস স্ক্রিনে লাগানোর ইচ্ছা থাকলে এখন থেকেই টাকা জমাতে শুরু করুন। যদিও কত দাম হবে তা এখনও খোলসা করেনি ওই প্রস্তুতকারী সংস্থা। তবে তা যে বেশ চড়া হবে তার ইঙ্গিত দিয়েছে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement