বাজারে আসতে চলেছে কোডাকের নতুন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। ৫৫ ইঞ্চি আল্ট্রাএইচডি ৪ হাজার পিক্সেল ডিসপ্লে রয়েছে এইটিভিতে। রয়েছে আরও নানা রকম অত্যাধুনিক ফিচার্সও। দেখে নেওয়া যাক গ্যালারি থেকে—
এই টিভিতে রয়েছে ১.৪ গিগাহার্টৎ জ কর্টেক্সxএ৫৩ প্রসেসর, ১জিবি র্যা ম ও ৮জিবি স্টোরেজ রয়েছে এই টিভিতে। ওয়াইফাইয়ের সুবিধাও পাবেন।
ভিডিও স্ট্রিমিং অ্যাপস রয়েছে এই টিভিতে। তবে এখানে গুগল প্লে স্টোর থাকবে না। সমস্ত অ্যাপ ডাউনলোড করতে হবে ‘অ্যাপটয়েড’ অ্যাপ স্টোর থেকে।
অ্যামাজন প্রাইম ভিডিও, গানা, ফেসবুক, গটস্টার, ইউটিউব, নেটফ্লিক্স সবই পাওয়া যাবে এই স্টোরে।
৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, দু’টি ইউএসবি পোর্ট, এসডি কার্ড স্লট, কোঅ্যাক্সিয়াল টিভি অ্যান্টেনা টার্মিনাল এবং সিঙ্গল এইচডিএমআই (হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস) পোর্ট রয়েছে এতে।
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম রয়েছে এতে। দু’টি ১০ ওয়াট স্পিকারও রয়েছে এই টিভিতে।
কোডাকের নতুন এই টিভিতে রয়েছে ডাস্ট রেজিস্ট্যান্ট কম্পোনেন্ট, চাইল্ড অ্যান্ড প্রোগ্রাম লক, লেট নাইট মোড, ইলেকট্রনিক প্রোগ্রামিং গাইড, নো সিগন্যাল পাওয়ার অফ, স্মার্ট রিমোট এবং ফেভারিট চ্যানেল লিস্ট রয়েছে এই ফোনে।
নতুন এই টিভিটির দাম ভারতীয় মুদ্রায় ৪২ হাজার ৯৯৯ টাকা।