অসম্ভব রকমের ভারী একটা ব্ল্যাক হোল। আমাদের সূর্যের চেয়ে দশ লক্ষ গুণ বড়।
ব্রহ্মাণ্ডে আমাদের ঠিকানা- ‘মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় কেন্দ্রে তার অস্তিত্বের প্রমাণ মিলেছে সম্প্রতি। আমাদের ছায়াপথের দ্বিতীয় বৃহত্তম ব্ল্যাক হোল।
একেবারেই হালে এই ব্ল্যাক হোলটির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন জাপানের কেইও ইউনিভার্সিটির প্রফেসর, জ্যোতির্বিজ্ঞানী তোমোহারু ওকার নেতৃত্বে এক গবেষকদল। মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে মাত্র দু’শো
আলোকবর্য দূরে থাকা ওই ব্ল্যাক হোলটির নাম- ‘CO-0.40-0.22’।
আরও পড়ুন- সৌরমণ্ডলের বুক কাঁপিয়ে তীব্র গতিতে ধেয়ে আসছে দানব তারা