প্রতীকী ছবি।
সাবধান! চিনা হ্যাকাররা হুটহাট করে ঢুকে পড়ছে আমার, আপনার হোয়াটসঅ্যাপে। আর আমাদের যাবতীয় গোপনীয় তথ্য জেনে নিয়ে তারা তা পাচার করে দিচ্ছে।
সব সময় খেয়াল রাখুন আপনার হোয়াটসঅ্যাপে। দেখে নিন, কোনও ভাবে আপনার হোয়াটসঅ্যাপে এমন কোনও গ্রুপের সদস্যরা ঢুকে পড়েছেন কি না, যাঁদের টেলিফোন নম্বর শুরু হচ্ছে +৮৬ দিয়ে। থাকলে, তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখবেন না। আর ‘সিম’ বদলালে ওই নম্বরগুলি ডিলিট করে দিন।
রবিবার ভারতীয় সেনাবাহিনীর তরফে প্রকাশ করা একটি ভিডিওয় এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতে যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, বেছে বেছে তাঁদেরই টার্গেট করছে চিনা হ্যাকাররা। তাই খুব ভেবেচিন্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে বলা হয়েছে।
আরও পড়ুন- রেকর্ড ভোটে জিতে ফের মস্কোর মসনদে পুতিন
আরও পড়ুন- বিপদের খবর পুলিশকে দিতে মহিলাদের জন্য নতুন গ্রুপ
রবিবার ভারতীয় সেনাবাহিনীর সরকারি টুইটার হ্যান্ডল থেকে দেশের আমজনতাকে সতর্ক করে ওই ভিডিও প্রকাশ করা হয়েছে অ্যাডিশনাল ডাইরেক্টরেট জেনারেল অফ পাবলিক ইন্টারফেস (এডিজিপিআই)-এর তরফে।
তাতে বলা হয়েছে, ‘‘চিনারা ডিজিটাল দুনিয়ায় ঢুকে ভারতীয় নাগরিকদের সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য সব রকমের প্ল্যাটফর্মকেই ব্যবহার করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ চিনা হ্যাকারদের নতুন টার্গেট হয়ে উঠেছে। +৮৬ দিয়ে যে চিনা টেলিফোন নম্বরগুলির শুরু, তারাই এ ভাবে ঢুকে পড়ছে হোয়াটসঅ্যাপে। আর ভারতীয় নাগরিকদের যাবতীয় গোপনীয় তথ্য পাচার করে দিচ্ছে।’’