Google meet

ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করল গুগল

বিশেষজ্ঞরা মনে করছেন, জুমের সঙ্গে টেক্কা দিতেই এই মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করল গুগল। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মে ২০২০ ১৬:২৮
Share:

প্রতীকী চিত্র। ছবি- শাটারস্টক।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। অফিস বন্ধ থাকায় অধিকাংশ কর্মী কাজ করছেন বাড়ি থেকে। স্কুল, কলেজ বন্ধ থাকায় ক্লাসও চলছে অনলাইনে। এই সব কাজ সুষ্ঠু ভাবে করতে সকলের ভরসা করছেন ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপের উপর।

Advertisement

লকডাউনের আবহে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই প্ল্যাটফর্ম নিরাপদ নয় বলে জানিয়েছিল। তার পর এই অ্যাপের ব্যবহার নিয়ে সংশয় তৈরি হয় বিভিন্ন মহলে। এই রকম সময়েই নিজেদের ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ গুগল মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করল গুগল।

যদিও গুগল মিট কোনও নতুন প্ল্যাটফর্ম নয়। দীর্ঘদিন ধরেই জি সুইটে এই সুবিধা দিয়ে আসছে গুগল। বর্তমানে জিমেলের ওয়েব ভার্সনে লগ ইন করলেই বাঁ-দিকের সাইড বারে দেখা যাচ্ছে এই ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম। নতুন মিটিং শুরু করা বা কোনও মিটিংয়ে যোগ দেওয়ার অপশন থাকছে সেখানে। এক সঙ্গে ১০০ জন যোগ দিতে পারবে গুগল মিটের ভিডিয়ো কনফারেন্সিংয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, জুমের সঙ্গে টেক্কা দিতেই এই মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করল গুগল।

Advertisement

জিমেলের ওয়েব ভার্সনে গুগল মিট। ছবি স্ক্রিনশট।

আরও পড়ুন: ফিরবে না পুরনো জীবন, স্থায়ী সঙ্গীই কি হবে করোনা

আরও পড়ুন: কোনও অদৃশ্য শক্তি আছে কি ব্রহ্মাণ্ডে? নোবেলজয়ীদের তত্ত্বকে চ্যালেঞ্জ অক্সফোর্ডের বাঙালির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement