নেটজুড়ে ফাঁদ পেতেছে হ্যাকাররা। আর সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন কম করে ১০ লাখ মানুষ। সম্প্রতি ফেসবুকের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ ‘চেঞ্জ ট্র্যাকিং’ ওয়েবসাইট wabetainfo.com টুইটারে বিষয়টি পোস্ট করেছে। পাশাপাশি অবশ্য তারা জানিয়েছে, আসল হোয়াটসঅ্যাপ ১০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে।
মেসেঞ্জিং অ্যাপের মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। কিন্তু, আরও আধুনিক হওয়ার জন্য এবং অবশ্যই নতুন ফিচার পাওয়ার জন্য মাঝেমধ্যেই হোয়াটসঅ্যাপ আপডেট করতে হয় আমাদের। আবার নানা কারণে গুগল প্লে স্টোর থেকে নতুন ভাবে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয়। আর সেখানেই নতুন বিপদ দেখা দিয়েছে।
আরও পড়ুন: বেসরকারি ছোট্ট আশা যাবে চাঁদে
ওয়েবসাইটে পোস্ট করা তথ্য থেকে জানা গিয়েছে, প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ‘ভুয়ো’ হোয়াটস অ্যাপ। যেগুলি পুরোপুরি আসল হোয়াটস অ্যাপের মতোই দেখতে। এমনকী গুগল প্লে স্টোরে যে আপডেট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লেখা অ্যাপটি পাওয়া যাচ্ছিল, সেখানে তার ডেভলপারের নাম দেখাচ্ছিল হোয়াটসঅ্যাপ আইএনসি(whatsapp Inc)।