Cabbage

Evening Snacks Recipe: বিকেলে ভাজাভুজি খেতে ইচ্ছে করছে? চটজলদি বানিয়ে ফেলুন বাঁধাকপির চপ

খোলা জায়গায় তৈরি ভাজাভুজি দিনের পর দিন খেলে পেটের সমস্যা হতেই পারে। বদলে, বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বাঁধাকপির চপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১৭:৪৩
Share:

বাঁধাকপির চপ বানানোর প্রণালী ছবি: সংগৃহীত

বিকেল বেলা চায়ের সঙ্গে ‘টা’ খেতে পছন্দ করেন অনেকেই। এই ‘টা’ হিসেবে ভাজাভুজির কার্যত কোনও বিকল্প নেই। আর বাঙালির কাছে ভাজাভুজি মানেই পাড়ার মোড়ের চপ-শিঙাড়া-পেঁয়াজি। কিন্তু পথের ধারে, খোলা জায়গায় তৈরি ভাজাভুজি দিনের পর দিন খেলে পেটের সমস্যা হতেই পারে। তার বদলে, চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বাঁধাকপির চপ। রইল প্রণালী।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ—
বাঁধাকপি: ১টি
বেসন: ১ কাপ
জোয়ান: ১ চামচ
হলুদ গুঁড়ো: ১ চামচ
সিদ্ধ আলু: ৪টি
ধনে গুঁড়ো: ১ চামচ
লঙ্কা কুচি: ২ চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চামচ
জিরে গুঁড়ো: ১ চামচ
ধনেপাতা কুচি: আধ কাপ
খাওয়ার সোডা: ছোট চামচের আধ চামচ
নুন, তেল: পরিমাণ মতো

প্রণালী—
১। একটি বাটিতে বেসন, হলুদ গুঁড়ো, জোয়ান, খাওয়ার সোডা, আধ চামচ নুন ও সামান্য জল দিয়ে গুলে নিন।
২। গরম জলে, অল্প নুন দিয়ে, সিদ্ধ করে নিন বাঁধাকপির পাতা। খেয়াল রাখুন, পাতাগুলি যেন একটুও গলে না যায়।
৩। অন্য একটি বাটিতে আলু, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মেখে নিন।
৪। বাঁধাকপির পাতার মধ্যে আলুর পুর ভরে দিন। বাঁধাকপির পাতাগুলি ভাল করে মুড়ে নিয়ে বেসনে চুবিয়ে নিতে হবে। বেসনে চুবিয়ে তুলে নিয়ে গরম ডুবো তেলে ভেজে নিন। টম্যাটো সস দিয়ে মজা করে খান বাঁধাকপির চপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement