Recipe

Mango Rice Recipe: আম খেতে ভালবাসেন? শরবত, চাটনির বদলে গরমে বানাতে পারেন আম-ভাত

আম দিয়ে চাটনি, আম ডাল, আমের টক— চেনা রেসিপির বাইরে এই গরমে আম দিয়ে আর কী বানাতে পারেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ০৯:২০
Share:

আম-ভাত। ছবি: সংগৃহীত

গরম অনেকেরই পছন্দের ঋতু। তার অন্যতম কারণ একমাত্র গরমেই দেখা পাওয়া যায় আমের। আম খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। আম দিয়ে চাটনি, আম ডাল, আমের টক—বাঙালির হেঁশেল জুড়ে এখন শুধুই আমের রাজত্ব।তবে চেনা রেসিপির বাইরেও স্বাদে খানিক বদল আনতে বানাতে পারেন আম-ভাত বা ম্যাঙ্গো রাইস। রইল প্রণালী।

Advertisement

উপকরণ

চাল: এক কাপ

Advertisement

তেল: ৩ টেবিল চামচ

কুচনো কাঁচা আম: এক কাপ

কারি পাতা: ১০-১৫টি

গোটা জিরে: আধ চা চামচ

গোটা সর্ষে: আধ চা চামচ

মেথি: এক চা চামচ

অড়হর ডাল: দু টেবিল চামচ

চিনে বাদাম: ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: এক কাপ

আদা বাটা এক চা চামচ

রসুন বাটা: এক চা চামচ

হলুদ গুঁড়ো: দু টেবিল চামচ

ধনে পাতা: দু টেবিল চামচ

নারকেল কোরা: দু টেবিল চামচ

ছবি: সংগৃহীত

প্রণালী

প্রথমে ভাল করে চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন।

এরপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে গোটা সর্ষে, মেথি ফোড়ন দিন। এর পর তাতে গোটা জিরে এবং অড়হড় ডাল, ছোলার ডাল আর চিনে বাদাম দিয়ে নাড়াচাড়া করে নিন।

মশলা লাল রং হয়ে এলে তেলে পেঁয়াজকুচি , কাঁচা লঙ্কা, আর কারি পাতা দিয়ে অল্প কষে নিন।

মশলা কষে এলে কুচনো আমগুলি কড়াইতে দিয়ে দিন। তারপর তাতে আদা, রসুন, আর স্বাদ মতো নুন দিয়ে নাড়তে থাকুন।

মশলার কাঁচা গন্ধ চলে গেলে নারকেল কোরা আর ধনে পাতা কুচি দিয়ে দিন।

কিছু ক্ষণ নাড়াচাড়া করার পর কড়াইতে আগে থেকে সেদ্ধ করা চাল দিয়ে দিন। অল্প আঁচে কয়েক মিনিট নেড়ে নিন। আম টক হতে পারে। তাই চিনি মিশিয়ে একদম নিভু আঁচে কিছু ক্ষণ বসিয়ে রাখুন। চিনি গলে গেলেই নামিয়ে নিন। চাইলে গরম খেতে পারেন। কিংবা ঠান্ডা করেও খেতে পারেন ম্যাঙ্গো রাইস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement