ময়দা নয়, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ডোনাট। ছবি: সংগৃহীত।
সকালে উঠে খুদের টিফিন বানাতে হবে সেটা ভেবেই আলস্য আসে? তার উপর সে টিফিন আবার হতে হবে বাচ্চার মনের মতো! সকালের এত ব্যস্ততার মাঝে সুস্বাদু এমন কী টিফিন দেবেন, সেই ভেবে রাতের ঘুম উড়েছে আপনার? বাচ্চার পছন্দের পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে হবে আপনাদেরই। বাজার থেকে কেনা চিপ্স, পিৎজ়া, বার্গার, ডোনাট টিফিনে একেবারেই দেওয়া ভাল না। টিফিনে চটজলদি তাদের জন্য বানিয়ে দিন সুজির ডোনাট। রইল রেসিপি।
উপকরণ:
সুজি: দেড় কাপ
টক দই: আধ কাপ
বেকিং সোডা: আধ চা চামচ
নুন: সামান্য
সাদা তেল: ১ কাপ
চিনি: ৫ টেবিল চামচ
প্রণালী:
একটি বড় পাত্রে সুজি নিয়ে টক দই নিয়ে নিন। টক দইয়ের বদলে ইস্টও দিতে পারেন। সুজি মাখার সময়ে চিনি, নুন ও সামান্য জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এ বার হাতে সামান্য তেল মেখে নিয়ে ডোনাটের আকার দিতে হবে। এ বার কড়াইয়ে সাদা তেল গরম করে ডোনাটগুলি বাদামি করে ভেজে নিন। মিষ্টি সুজির ডোনাটের উপরে ডার্ক চকোলেট, চকোলেট চিপ্স এবং রঙিন স্প্রিঙ্কলার ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু ডোনাট।