Jilipi

Pineapple Jalebi: জিলিপি খেতে ভালবাসেন? কেমন হয় যদি এই গরমে পাতে পড়ে আনারসের জিলিপি

আনারস দিয়ে চাটনি ছাড়া আর কী বানানো যায় ভাবছেন? এই গরমে বানিয়ে নিতে পারেন আনারসের জিলিপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৯:৩৬
Share:

এই গরমে আনারস দিয়ে বানিয়ে নিতে পারেন আনারসের জিলিপি। ছবি: সংগৃহীত

গ্রীষ্মকাল মানেই রকমারি ফলের সম্ভার। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস— কী নেই সেই তালিকায়! ফল খেতে যাঁরা ভালবাসেন ফল দিয়েই তাঁরা বানিয়ে নেন পছন্দের পদ। আম দিয়ে এমন বহু পদ তৈরি করা যায়। তবে আনারসও কিন্তু পিছিয়ে নেই। কিন্তু ভাবছেন তো আনারস দিয়ে চাটনি ছাড়া আর কী বানানো যায়? এই গরমে আনারস দিয়ে বানিয়ে নিতে পারেন আনারসের জিলিপি। রইল প্রণালী।

Advertisement

উপকরণ

টুকরো করে কাটা পাকা আনারস: দু’কাপ

Advertisement

ময়দা: ২০০ গ্রাম

ইস্ট: ১০ গ্রাম

জাফরান: এক গ্রাম

চিনি: ২০০ গ্রাম

আনারসের এসেন্স:

তেল: পরিমাণ মতো

প্রণালী

একটি পাত্রে ময়দা, ইস্ট, জল এবং জাফরান একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে কয়েক ঘণ্টা এই মিশ্রণটি রেখে দিন।

২-৩ ঘণ্টা পরে মিশ্রণটিতে চিনি ও জল মিশিয়ে ফুটিয়ে ঘন রস তৈরি করে নিন।

রসটি ফুটে ঘন হয়ে এলে এর মধ্যে আনারসের এসেন্স মিশিয়ে দিন।

এ বার আনারসের টুকরোগুলি আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণে ডুবিয়ে ডোবা তেলে লাল করে ভেজে নিন।

জিলিপিগুলি রসে ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। রসে ভেজা জিলিপির উপর থেকে বাদাম, জাফরান বা অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আনারসের জিলিপি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement