Recipe

Bengali Recipe: ইলিশের মরসুমে অন্য মাছের স্বাদ পেতে চান? বানাতে পারেন রুই রেজালা

রেজালা খেতে ভালবাসেন, তবে মুরগি দিয়ে খেতে ইচ্ছে করছে না? তাহলে বানাতে পারেন রুই মাছ দিয়ে। রইল প্রণালী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৯:৪৩
Share:

রুই মাছের রেজালা। ছবি-সংগৃহীত

বাড়িতে অতিথি এলে কিংবা কোনও উৎসব-আনন্দে— বাঙালির পাতে মাছ না থাকলে চলে না। বর্ষায় কদর বাড়ে ইলিশের। কিন্তু সারা বছর বাঙালির মৎস্যপ্রেম জাগিয়ে রাখে কিন্তু রুই-কাতলা। এই বর্ষায় রুপোলি ইলিশের ভিড়ে পাতে পড়ুক রুই মাছ। বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা। রইল প্রণালী।

Advertisement

উপকরণ

রুই মাছ: চার টুকরো

Advertisement

টক দই: এক কাপ

পেঁয়াজ বাটা: আধ কাপ

আদা বাটা: দু’চা চামচ

লবঙ্গ: ছ’টি

দারচিনি: এক চা চামচ

তেজপাতা: দু’টি

কাঁচালঙ্কা: আটটি

গোলমরিচ: এক চা চামচ

পেঁয়াজকুচি: এক কাপ

নুন: স্বাদ মতো

চিনি: স্বাদ মতো

জায়ফল ও জয়িত্রীর গুঁড়ো: দু’চা চামচ

প্রণালী

মাছের টুকরোগুলি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার একটি পাত্রে টক দই, আদা, রসুন ও পেঁয়াজ বাটা এবং মাছের টুকরোগুলি একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন।

কিছু ক্ষণ পর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলি ভেজে তুলে রাখুন। মাছ ভাজার তেলেই পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা এবং বাকি মশলা দিয়ে কষাতে থাকুন। সামান্য চিনি দিতে পারেন।মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে করতে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিন।ঝোল শুকিয়ে এলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে রুই মাছের রেজালা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement