Gulab Jamun Recipe

শীতের রাতে গরম গুলাবজামুন খেতে কার না ভাল লাগে? বানিয়ে ফেলুন বাড়িতেই, সহজ প্রণালী শিখে নিন

শীতের রাতে জমিয়ে গরম গুলাবজামুন খাওয়ার ইচ্ছা হলে দোকানে গিয়ে কিনে আনার দরকার নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। সহজ প্রণালী শিখে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২০:১৩
Share:

গুলাবজামুন বানানোর সহজ পদ্ধতি শিখে নিন। ছবি: ফ্রিপিক।

গুলাবজামুন খেতে ভালবাসে না, এমন মানুষ কমই আছেন। আগেকার দিনে মা-ঠাকুমারা রাঙা আলু দিয়ে এই মিষ্টি তৈরি করতেন। কিন্তু এখন গুলাবজামুন বানানোর একগুচ্ছ রেসিপি চলে এসেছে। শীতের রাতে জমিয়ে গরম গুলাবজামুন খাওয়ার ইচ্ছা হলে দোকানে গিয়ে কিনে আনার দরকার নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। সহজ প্রণালী শিখে নিন।

Advertisement

উপকরণ

১ কাপ ময়দা

Advertisement

১ কাপ গুঁড়ো দুধ

১ কাপের মতো খোয়া ক্ষীর

১ চা চামচ ঘি

এক চিমটে নুন, বেকিং সোডা

ভাজার জন্য ঘি

৪-৫টি ছোট এলাচের দানা

চিনির সিরা তৈরিতে লাগবে

২ কাপ জল

১ কাপ চিনি

৩-৪টি কেশর

১ চা চামচ গোলাপ জল

প্রণালী

কড়াইয়ে জল আর চিনি দিয়ে ফুটতে দিন। ফুটে রস ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো, কেশর দিয়ে আরও কিছুক্ষণ রাখুন। রস ফুটে ঘন হয়ে এলে নাময়ে গোলাপ জল ছড়িয়ে দিন। রস তৈরি হয়ে গেলে সরিয়ে রাখুন।

এ বার অন্য একটি পাত্রে ময়দা, গুঁড়ো দুধ ও ঘি মেশান। এক চিমটে নুন ও বেকিং সোডা দিন। এতে মেশান খোয়া ক্ষীর। পুরো মিশ্রণটা ভাল করে শক্ত করে মাখতে হবে। তার পর সেই মণ্ড থেকে ছোট ছোট করে করে কেটে বলের আকার দিন। প্রতিটি বলের ভিতরে একটি করে এলাচের দানা ঢুকিয়ে দিন সযত্নে। কড়াইয়ে ঘি গরম করে বলগুলো ভাজতে থাকুন। সোনালি রং ধরতে শুরু করলে নামিয়ে চিনির সিরায় ডুবিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement