Christmas Desert Recipe

বেকিং ছাড়াই কেক! বড়দিনের ঘরোয়া পার্টিতে কোন কোন মিষ্টি পদ রাখতে পারেন?

বড়দিনের পার্টি ডেসার্ট ছাড়া অসম্পূর্ণ। শেষ পাতে মিষ্টিমুখের জন্য বানিয়ে নিন ৩ বিদেশি পদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৩১
Share:

ক্রিসমাসের পার্টিতে মিষ্টিমুখে রাখতে পারেন তিন বিদেশি পদ। ছবি: সংগৃহীত।

বড়দিন মানেই কেক, কুকির গন্ধ। আড্ডা, হুল্লোড়। জমিয়ে খাওয়া। কেক বা কুকি বেক করেই করতে হয়। কিন্তু এমন কোন পদ ঘরোয়া পার্টির শেষ পাতে খাওয়ার জন্য রাখতে পারেন, যেখানে বেকিং-এর দরকারই হবে না?

Advertisement

চিজ়কেক

উপকরণ

Advertisement

১২৫ গ্রাম চকোলেট কুকি বা বিস্কুট

চিজ়কেক বানিয়ে নিতে পারেন বেক না করেই। ছবি: সংগৃহীত।

১/৪ কাপ মাখন

দেড় কাপ ফুল ফ্যাট ক্রিম চিজ়

১৫০ গ্রাম হোয়াইট চকোলেট

৩/৪ কাপ হেভি ক্রিম

১ টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট

পদ্ধতি: বেক না করে চিজ় কেক বানানোর জন্য এমন একটি কেকের ছাঁচ নিন, যেটি পাশ থেকে খুলে দেওয়া যায়। না হলে কেকটি বার করতে অসুবিধা হবে।

প্রথমে কুকি বা বিস্কুট গুঁড়িয়ে নিন। গলিয়ে নেওয়া মাখনে কুকি গুঁড়ো ভাল করে মিশিয়ে নিতে হবে। কেকের পাত্রে বাটার পেপার দিয়ে গলানো মাখন ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। বিস্কুটের গুঁড়ো দিয়ে প্রথম স্তরটি তৈরি করে ফ্রিজে ভরে রাখুন।

পরের ধাপে ক্রিম চিজ়, গলিয়ে নেওয়া চকোলেট বৈদ্যুতিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভাল করে ফেটিয়ে নিন। দিয়ে দিন ভ্যানিলা এক্সট্র্যাক্ট। আর একটি পাত্রে হেভি ক্রিম খুব ভাল করে ফেটিয়ে ফেনার মতো করে নিন। এ বার তা ফেটিয়ে রাখা ক্রিম চিজ় এবং চকোলেটের সঙ্গে মিশিয়ে কুকি বা বিস্কুটের গুঁড়োর উপর চাড়িয়ে দিন। উপর থেকে কিছুটা কুকি গুঁড়ো ছড়িয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিন। কয়েক ঘণ্টা পরেই তা অতিথিদের পরিবেশন করা যাবে।

তিরামিসু:

তিরামিসু রাখতে পারেন শেষ পাতে। ছবি: সংগৃহীত।

২০টি তিরামিসু বিস্কুট বা মিষ্টি বিস্কুট

৬ টেবিল চামচ কফি পাউডার

দেড় কাপ হুইপ্ড ক্রিম

১ টেবিল চামচ কোকো পাউডার

পদ্ধতি: প্রথমে আড়াই টেবিল চামচ কফি পাউডার এক চামচ জলে গুলে নিন। এ বার বৈদ্যুতিক হ্যান্ড ব্লেন্ডারে ফেটিয়ে নেওয়া ক্রিমের সঙ্গে কফি ভাল করে মিশিয়ে নিন।

তিন চামচ কফি ঈষদুষ্ণ জলে গুলে নিন। একটি কাচের ছোট গ্লাসে প্রথমে কফিতে চুবিয়ে নেওয়া বিস্কুট রাখুন। তার পর ক্রিম। আবার বিস্কুট রেখে ক্রিম দিয়ে পরতে পরতে সাজাতে হবে। তিরামিসু ইটালির খাবার। তাই অনেক রেসিপিতে চিজ়ের ব্যবহারও হয়। তবে এই ভাবে স্বল্প উপকরণে চটজলদি তিরামিসু বানানো যায়।

পানা কোটা

এটিও ইটালির একটি পদ। ছবি: সংগৃহীত।

উপকরণ:

আড়াই টেবিল চামচ জেলাটিন

আড়াই কাপ হুইপ্ড ক্রিম

আধ কাপ ফ্যাট যুক্ত দুধ

৪৫ গ্রাম চিনি

স্বাদমতো নুন

দেড় চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট

পদ্ধতি: একটি পাত্রে তিন টেবিল চামচ দুধ নিয়ে জেলাটিন ভিজতে দিন।

আর একটি পাত্রে দুধ, ক্রিম, স্বাদমতো নুন দিয়ে কম আঁচে জ্বাল দিয়ে নিন। মিশ্রণটি ফুটতে শুরুর করার মুখে দিয়ে দিন জেলাটিন। ক্রমাগত নাড়তে থাকুন। যোগ করুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। তা ঘরের তাপমাত্রায় এলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এক বার ফেটিয়ে নিন। মিশ্রণটি ঢেলে দিন একটি ছাঁচ বা ছোট গ্লাসে। ৪ ঘণ্টা ফ্রিজে রেখে ছাঁচ উল্টে জমাট মিশ্রণটি প্লেটে পরিবেশন করুন। বেরি সসের সঙ্গে তা পরিবেশন করুন ইটালীয় পদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement