দাঁত তো নয়, যেন মূল্যবান রত্ন! একটি দাঁত কিনতেই খরচ হতে পারে লক্ষ লক্ষ টাকা। কার দাঁত? কী এমন বিশেষত্ব রয়েছে সেই দাঁতে?
আংটির মধ্যে সাদা পাথরের মতো কিছু একটা চকচক করছে। তবে সেটি কোনও রত্ন নয়।
আংটির উপর যে সাদা পাথরটি গাঁথা রয়েছে তা আসলে মানুষের একটি দাঁত।
আংটির মালিকের নাম-পরিচয় গোপন থাকলেও জানা গিয়েছে, আংটিতে গাঁথা দাঁতটি লক্ষ লক্ষ টাকা খরচ করে কিনেছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে খবর, আংটিতে গাঁথা দাঁতটি বিশ্বের সবচেয়ে মূল্যবান দাঁত।
২০০ বছর আগে সেই দাঁতটি কিনেছিলেন এক ব্যক্তি। ১৮১৬ সালে লন্ডনে সেই দামি দাঁতটি বিক্রি করা হয়েছিল।
১৮১৬ সালে দাঁতটি কেনার জন্য ৩৬৩৩ ডলার খরচ করেছিলেন ওই ব্যক্তি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, লক্ষ লক্ষ টাকা মূল্যের দাঁতটি আইজ্যাক নিউটনের।
১৭২৬ সালে মারা যান আইজ্যাক। তাঁর মৃত্যুর পর নাকি একটি দাঁত সংরক্ষণ করে রাখা হয়েছিল।
আইজ্যাকের মৃত্যুর ৯০ বছর পর তাঁর একটি দাঁত লন্ডনে নিলামে বিক্রি হয়। সেই দাঁত কিনেই আংটিতে গেঁথে রেখেছিলেন ওই ব্যক্তি।
তবে দাঁতটি আর পরে বিক্রি করা হয়নি। এখনও ওই ব্যক্তির কাছেই রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, যদি আইজ্যাকের দাঁতটি এখন নিলামে ওঠে তবে তার মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাবে।
জানা গিয়েছে, ওই দাঁতটি এখন বিক্রি করলে তার মূল্য দাঁড়াবে ৩৫,৭০০ ডলার (ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৩০ লক্ষ ২৫ হাজার টাকা)।