Indian Parliament

বেতন, ভাতা, বাড়ি, গাড়ি! কী কী সুবিধা পেয়ে থাকেন একজন সাংসদ?

অনেকেই মনে করেন, বিকল্প জীবিকার সন্ধানেই অনেকে অন্য পেশা ছেড়ে দেশের সংসদে যেতে চান। জনমানসে কৌতূহল রয়েছে সাংসদদের বেতন, প্রাপ্য সুযোগসুবিধা নিয়েও। এই বিষয়ে রটনাও অনেক রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ০৮:২৮
Share:
০১ ১৯

গত মঙ্গলবারই দেশের ৫৪৩ জন সাংসদকে নির্বাচিত করেছে জনতা। ভোটের ফল বলছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যার অনেকটা আগেই থামতে হয়েছে বিজেপিকে।

০২ ১৯

তবে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-র শরিক দলগুলির সহায়তায় সরকার গঠন করতে চলেছে পদ্মশিবিরই। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপি। এনডিএ পেয়েছে ২৯৩টি আসন আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩২টি আসন।

Advertisement
০৩ ১৯

এই লোকসভা নির্বাচনে যেমন বহু তারকা প্রার্থী জিতেছেন, তেমন হারের মুখও দেখেছেন অনেকে। ইদানীং অন্য পেশা থেকে সক্রিয় রাজনীতিতে আসা এবং ভোটে দাঁড়ানোর ঘটনা বেড়েছে।

০৪ ১৯

অনেকেই মনে করেন, বিকল্প জীবিকার সন্ধানেই অনেকে অন্য পেশা ছেড়ে দেশের সংসদে যেতে চান। জনমানসে কৌতূহল রয়েছে সাংসদদের বেতন, প্রাপ্য সুযোগসুবিধা নিয়েও। তবে এই বিষয়ে রটনা যত বেশি, ঘটনা ততটাও নয়।

০৫ ১৯

মাসে একজন সাংসদের মূল বেতন এক লক্ষ টাকা। তবে কয়েক বছর আগে পর্যন্তও লাখের অঙ্কে বেতন পেতেন না দেশের সাংসদেরা।

০৬ ১৯

২০১৮ সালে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার সদস্যদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়। বেতনবৃদ্ধির কারণ হিসাবে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধিকে দায়ী করা হয়েছিল।

০৭ ১৯

মূল বেতনের পাশাপাশি সাংসদেরা একাধিক ভাতা পান। লোকসভার সাংসদেরা তাঁদের সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে ৭০ হাজার টাকা ভাতা পান।

০৮ ১৯

মূলত নিজের সংসদীয় এলাকায় দফতর খোলা এবং সেখানে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়ার জন্যই ওই ভাতা পেয়ে থাকেন একজন সাংসদ। সাংসদের দফতরের কাজ সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনা এবং প্রয়োজনে সেগুলির সমাধান করা।

০৯ ১৯

এ ছাড়াও একজন সাংসদ নিজস্ব দফতর চালানোর জন্য মাসে ৬০ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন। এই টাকায় তিনি নিজের দফতরে কর্মী নিয়োগ করতে পারেন। এই কর্মীরা মূলত সাংসদের অনুপস্থিতিতে বিভিন্ন জরুরি ফোন ধরার কাজ করেন এবং দফতরটিকে সচল রাখেন।

১০ ১৯

যখন সংসদের অধিবেশন চলে কিংবা কোনও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়, তখন উপস্থিতির জন্য সাংসদেরা দিনে ২০০০ টাকা করে ভাতা পান। মূলত রাজধানীতে থাকা-খাওয়া সমেত দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে এই টাকা দেওয়া হয়।

১১ ১৯

একজন সাংসদ দেশের মধ্যে বছরে ৩৪ বার বিনামূল্যে বিমান সফর করতে পারেন। বিনামূল্যের বিমান সফরে সাংসদের সঙ্গে থাকতে পারেন তাঁর নিকটাত্মীয়েরাও।

১২ ১৯

তা ছাড়াও সারা বছর বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণির কামরার সওয়ারি হতে পারেন সাংসদেরা। ব্যক্তিগত কাজে কোথাও গেলেও বিনামূল্যে এই ট্রেন পরিষেবা মেলে। নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি তেলের খরচও দিয়ে দেওয়া হয় সাংসদদের।

১৩ ১৯

সংসদে উপস্থিত থাকার জন্য সাংসদদের দিল্লিতে থাকতে হয়। প্রত্যেক সাংসদকে রাজধানীর অভিজাত এলাকায় পাঁচ বছরের জন্য বাংলো বাড়ি দেওয়া হয়। তবে বাড়িটির আকার, অবস্থান কেমন হবে, তা নির্ভর করে একজন সাংসদ কত বার নির্বাচিত হয়েছেন, তার উপরে।

১৪ ১৯

প্রথম বার সংসদে যাওয়া সংসদদের তুলনায় একাধিক বার জয়লাভ করা সাংসদদের বাংলো বাড়ির আকার বৃদ্ধি পায়। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় থাকার সুযোগ পান প্রবীণ সাংসদেরা।

১৫ ১৯

যাঁরা কোনও কারণে সরকারি বাংলো কিংবা হস্টেলে থাকতে চান না, তাঁদের বাড়িভাড়া বাবদ মাসে ২ লক্ষ টাকা দেওয়া হয়।

১৬ ১৯

একজন সাংসদ এবং তাঁর নিকটাত্মীয়েরা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের দেশের যে কোনও সরকারি হাসপাতাল এবং প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে যেতে হয়।

১৭ ১৯

প্রতি বছর শুধু ফোন খরচ বাবদ একজন সাংসদকে দেড় লক্ষ টাকা দেওয়া হয়। তা ছাড়াও সাংসদ তাঁর বাড়ি এবং দফতরে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন।

১৮ ১৯

সাংসদেরা বছরে ৫০ হাজার ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেয়ে থাকেন। তা ছাড়াও ওই একই সময়ের মধ্যে একজন সাংসদ বিনামূল্যে চার হাজার কিলোলিটার জল পেয়ে থাকেন।

১৯ ১৯

প্রাক্তন সাংসদেরা প্রতি মাসে ২৫ হাজার টাকা পেনশন হিসাবে পেয়ে থাকেন। তবে সাংসদের কার্যকালের মেয়াদ এক বছরের জন্য বাড়লেও পেনশনের পরিমাণ মাসে ২০০০ টাকা করে বৃদ্ধি পায়।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement