Bigg Boss

রিয়্যালিটি শো কতটা ‘রিয়্যাল’, চিত্রনাট্য মেনেই কি শুটিং হয় ‘বিগ বসের’?

হিনা খান থেকে শ্বেতা তিওয়ারি— ‘বিগ বস্’ শো নিয়ে তার প্রতিযোগীরাও নানা রকম মন্তব্য করেছেন। মতামত জানিয়েছেন শোয়ের সঞ্চালক সলমন খানও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১০:৩৬
Share:
০১ ১৩

ছোট পর্দায় রিয়্যালিটি শোয়ের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘বিগ বস্‌’। চার দেওয়ালের ভিতর কখনও প্রতিযোগীদের মান-অভিমান, কখনও বা সম্পর্কের টানাপড়েন, সব মিলিয়ে ২০০৬ সাল থেকেই দর্শকের মনে প্রিয় রিয়্যালিটি শোয়ের জায়গা করে নিয়েছে ‘বিগ বস্’। বিতর্কও কম হয়নি এই শো নিয়ে।

০২ ১৩

তবে বহু বছর থেকেই এই শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সমালোচকেরা বলেন, এটি নামেই শুধু রিয়্যালিটি শো। চিত্রনাট্য মেনেই নাকি ছোট পর্দার ধারাবাহিকের মতো শুট করা হয় ‘বিগ বস্’।

Advertisement
০৩ ১৩

শো শুরুর আগে ‘বিগ বস্’-এর সমস্ত প্রতিযোগীর জন্য সংলাপ নির্দিষ্ট করা থাকে। কোন প্রতিযোগী কার সঙ্গে ঝগড়া করবেন, কোন প্রতিযোগীকে কোন রাউন্ড থেকে বাদ দেওয়া হবে— সব কিছুই নাকি পূর্বনির্ধারিত!

০৪ ১৩

হিনা খান থেকে শ্বেতা তিওয়ারি— ‘বিগ বস্’ শো নিয়ে তার প্রতিযোগীরাও নানা রকম মন্তব্য করেছেন। শোয়ের একাদশ সিজ়নের প্রতিযোগী ছিলেন টেলি অভিনেত্রী হিনা খান। তিনি এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘বিগ বস‌্’ চিত্রনাট্য দ্বারা সম্পূর্ণ প্রভাবিত না হলেও এই শোটি নিপুণ ভাবে কাটছাঁট করা হয়।

০৫ ১৩

হিনা বলেছিলেন, ‘‘শোয়ের প্রতিটি দৃশ্য এত ভাল ভাবে কাটছাঁট করে দর্শকের সামনে উপস্থাপন করা হয় যে তা দেখে অবাক হতে হয়। আপনার চোখে কোনও জিনিস পড়ল, আপনি কাউকে সে প্রসঙ্গে কিছু বললেন বা কোনও প্রতিক্রিয়া দিলেন— সবই আলাদা। যদিও আমি কাউকে এর জন্য দোষারোপ করছি না।’’

০৬ ১৩

চতুর্থ সিজ়নে ‘বিগ বস‌্’-এ বিজয়ী হয়েছিলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমি কোনও দিন ‘বিগ বস্’ দেখি না। সত্যি কথা বলতে, এই শো দর্শকের কাছে বিনোদন জোগায়। শোয়ে কী হল, কী না হল তা নিয়ে দর্শকেরা আলোচনা করতেও পছন্দ করেন। কিন্তু আমি এর নেপথ্যকাহিনি জানি।’’

০৭ ১৩

শ্বেতা বলেছিলেন, ‘‘আমি জানি ‘বিগ বস্’-এর দৃশ্যে কী ভাবে কাঁচি চালানো হয়। দু’জনের মধ্যে বহু ক্ষণ বার্তালাপ চললেও তার থেকে কয়েক সেকেন্ডের মুহূর্ত তুলে ধরা হয়। এর ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়।’’

০৮ ১৩

২০১২ সালে ‘বিগ বস্’-এর ষষ্ঠ সিজ়নের প্রতিযোগী ছিলেন আশকা গোরাদিয়া। তাঁর মতে চিত্রনাট্যের উপর ভিত্তি করে তৈরি না হলেও বেশি কাটছাঁট করার ফলে শোয়ের মাধ্যমে প্রতিযোগীদের সম্পর্কে নির্ভুল বার্তা পৌঁছয় না।

০৯ ১৩

আশকা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘‘আমার লিঙ্গপরিচয় ভুল ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল ‘বিগ বস্’-এ। এক প্রতিযোগীর অ্যালার্জি হওয়ায় আমি তাঁর গায়ে মলম লাগিয়ে দিচ্ছিলাম। চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছিলেন তিনি। ওঁর শরীরে অ্যালার্জির ফলে যে চাকা চাকা দাগ বেরিয়েছিল সেগুলি যেন টিভির পর্দায় ধরা না পড়ে তাই আমি চাদরের তলায় হাত দিয়ে মলম লাগাচ্ছিলাম। ভাল উদ্দেশ্য নিয়ে কাজ করলেও তার ফল ভাল হল না।’’

১০ ১৩

‘বিগ বস্’-এর চতুর্দশ সিজ়নে বিজয়ী হয়েছিলেন টেলি অভিনেত্রী রুবিনা দিলাইক। বিজয়ী হওয়ার পর তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে চিত্রনাট্য মেনেই এই শোয়ের শুটিং হয়।

১১ ১৩

রুবিনা বলেছিলেন, ‘‘আপনি যদি চ্যানেল সংস্থার মুখ হন তা হলে চ্যানেল সংস্থার প্রিয় পাত্রও হয়ে পড়বেন। আপনার জন্য সব কিছুই তৈরি থাকবে। সবই পূর্বপরিকল্পিত। সমস্তটাই চিত্রনাট্যের উপর ভিত্তি করা।’’

১২ ১৩

‘বিগ বস্’-এর সপ্তম সিজ়নে প্রতিযোগী ছিলেন অপূর্ব অগ্নিহোত্রী। নিজের ইউটিউব ভ্লগে অভিনেতা বলেছিলেন, ‘‘কোন প্রতিযোগী কেমন প্রতিক্রিয়া দেবেন তা আগে থেকেই জানেন চ্যানেল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সকলের পদক্ষেপ আগে থেকেই অনুমান করে ফেলেন তাঁরা। এমনকি শেষ মুহূর্তে বিজয়ীও বদলে ফেলতে পারেন তাঁরা।’’

১৩ ১৩

নানা রকম মন্তব্য এবং অভিযোগের মধ্যে মুখ খোলেন ‘বিগ বস্‌’ শোয়ের সঞ্চালক সলমন খান। সব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘এই শোয়ের চিত্রনাট্য রচনা করার সাধ্য এখনও পর্যন্ত সারা দুনিয়ায় কারও হয়নি। তাই এই ধরনের প্রশ্ন না তুললেই ভাল।’’

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement