দেখতে দেখতেই বছর শেষ। বড়দিনও এসে পড়েছে। জমাটি শীতের এই সময় জুড়ে বাংলায় রীতিমত ছুটির আমেজ। তবে বর্ষশেষে কেমন থাকছে শীত? প্রশ্ন গোটা রাজ্যের।
তবে চলতি সপ্তাহের গোড়া থেকেই আবহবিদদের মত ছিল যে, শীত কমে যাবে বছরের শেষে। এই বারেও তার নড়চড় হয়নি।
বড়দিন মানেই কনকনে ঠাণ্ডার আশা। সেই আশায় এক রকম জল ঢেলেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিল ‘বড়’ হবে না শীতের মাত্রা। তাপমাত্রা বরং বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, রবিবার থেকে গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়বে। সোমবার বড়দিন। ওই দিন থেকেই রাতের তাপমাত্রা আগামী কয়েক দিনের জন্য ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে কেবল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, তাপমাত্রা বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এর ফলে কনকনে শীত খানিক কমলেও সামগ্রিক ভাবে কোনও প্রভাব টের পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এবং বৃহস্পতিবার এই দু’দিনে কলকাতার তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের এই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকলে তাকে স্বাভাবিকই বলা চলে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা স্বাভাবিকের গণ্ডি টপকাতে পারে।
নতুন বছরের শুরুতেও একই পরিস্থিতি থাকবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।