Urfi Javed

কখনও নিরাবরণ, কখনও ব্লেডে তৈরি ড্রেস! এ বার জন্মদিনের পোশাকে প্রকাশ্যে উরফি

২০২১ সালে ‘বিগ বস ওটিটি’-র পর থেকেই তাঁর জনপ্রিয়তা শিখরে পৌঁছয়। ওই রিয়্যালিটি শোয়ে যদিও শুরুর দিকেই ছিটকে যান উরফি। কিন্তু তাঁর বেশভূষা নিয়ে জোর চর্চা শুরু হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৩:৫১
Share:
০১ ২০

তিনি বলিপাড়ার পয়লা নম্বর নায়িকা নন। টেলি দুনিয়াতেও অভিনেত্রী হিসাবে তিনি রাজ করছেন না। তবুও তাঁকে ঘিরে সমাজমাধ্যমে যে পর্যায়ের উন্মাদনা দেখা যায়, তা যে কোনও অভিনেত্রীর কাছেই ঈর্ষণীয়। বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। কিন্তু তাতে ‘কুছ পরোয়া নহি’। নেটদুনিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি বরাবরই তুফান তোলে। তাঁর বেশভূষা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। নেটদুনিয়া কাঁপানো বলিপাড়ার সেই মোহময়ী কন্যা উরফি জাভেদ কাছের বন্ধুদের নিয়ে সম্প্রতি জন্মদিন উদ্‌‌যাপন করলেন।

০২ ২০

শনিবার ২৫ বছরে পা দিলেন উরফি। তাঁর জন্মদিন উপলক্ষে স্বাভাবিক ভাবেই বাড়তি উন্মাদনায় ছিলেন তাঁর ভক্তরা। বিশেষত, জন্মদিনে কোন পোশাকে দেখা যাবে উরফিকে এ নিয়ে অনেকেরই আগ্রহ ছিল।

Advertisement
০৩ ২০

উরফি মানেই ‘খুল্লমখুল্লা’ পোশাক। জন্মদিনেও তার ব্যতিক্রম দেখা গেল না। সোনালি রঙের ‘টপ’ পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বেশ খোলামেলা ভাবেই জন্মদিনে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

০৪ ২০

ইয়া বড় মাপের একটা কেকের সামনে হাসিমুখে ছবি তুলেছেন উরফি। গলায় লকেট। চোখেমুখে তাঁর এক মায়াবী লাবণ্য ধরা পড়েছে। উরফির ছবি দেখে মজেছেন ভক্তরা।

০৫ ২০

কাছের বন্ধুবান্ধবদের নিয়েই জন্মদিন উদ্‌যাপন করেছেন উরফি। বন্ধুদের সঙ্গে একাধিক নিজস্বীতে ধরা দিয়েছেন উরফি।

০৬ ২০

উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম উরফির। সেখানেই তাঁর বড় হয়ে ওঠা। পরবর্তী সময়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন।

০৭ ২০

সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও তাঁর ঝোঁক ছিল ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি। আর সে কারণেই দিল্লিতে এক ফ্যাশন ডিজাইনারের সহকারী হিসাবে কাজ শুরু করেছিলেন। পরে একাধিক ফ্যাশন শোয়ে র‌্যাম্পে দ্যুতি ছড়িয়েছেন উরফি।

০৮ ২০

পরবর্তী সময়ে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন উরফি। ‘বড়ে মিয়াঁ কি দুলহেনিয়া’, ‘সাত ফেরো কি হেরাফেরি’, ‘বেপান্না’, ‘মেরি দুর্গা’, ‘কসৌটি জিন্দেগি কি’, ‘ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

০৯ ২০

তবে ২০২১ সালে ‘বিগ বস ওটিটি’-র পর থেকেই তাঁর জনপ্রিয়তা শিখরে পৌঁছয়। ওই রিয়্যালিটি শোয়ে যদিও শুরুর দিকেই ছিটকে যান উরফি। কিন্তু তাঁর বেশভূষা নিয়ে জোর চর্চা শুরু হয়।

১০ ২০

এর পর থেকে যত দিন গড়িয়েছে, ততই উরফির পোশাক, বেশভূষা তুফান তুলেছে নেটমাধ্যমে। কখনও তাঁর আলটপকা মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, আবার কখনও শুধু মাথার চুল দিয়েই বক্ষদেশ ঢেকে ছবি তুলে হইচই ফেলেছেন।

১১ ২০

উরফি যেখানেই যান, তাঁকে রীতিমতো ধাওয়া করেন ফটোশিকারীরা। তাঁর বেশভূষা নিয়ে এক বার এক সাক্ষাৎকারে হাসতে হাসতে অভিনেত্রী বলেছিলেন, ‘‘লোকে তো চায় আমি পোশাক না পরি, তাই বলে আমি কি বেআব্রু হয়ে যাব?’’

১২ ২০

কখনও তিনি ব্লেড দিয়ে তৈরি পোশাক পরেছেন, কখনও তাঁকে দেখা গিয়েছে সেফটিপিনে তৈরি পোশাকে। কিছু দিন আগেই ঘড়ি দিয়ে তৈরি স্কার্ট পরে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি। সম্প্রতি নিরাবরণ হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন উরফি। তাঁর হাতে ছিল কাচ। সেখানে হলুদ রং লাগানো ছিল। এমন ভাবে কাচটি মডেল-তারকা ধরেছিলেন, যাতে লজ্জা নিবারণ হয়।

১৩ ২০

তাঁর বিভিন্ন মন্তব্য নিয়েও চর্চা চলেছে সমাজমাধ্যমে। আলিয়ার মা হওয়ার খবর প্রসঙ্গে মুখ খুলে আলোচনায় এসেছিলেন উরফি। সাংবাদিকরা উরফির কাছে জানতে চান, আলিয়ার সন্তানের কাছ থেকে ‘মাসি’ না ‘পিসি’ কোন ডাক শুনতে চান তিনি? একটি হিন্দি প্রবাদের সূত্র ধরে উরফি বলেছেন ‘‘আমি আবার কী হব! আমি ‘আমি’-ই থাকব। বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা।’’ যার অর্থ অনেকটা এ রকম ‘যার বিয়ে তাঁর হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই’।

১৪ ২০

উরফির প্রেমকাহিনি নিয়েও বিস্তর চর্চা চলেছে। এক সময় চুটিয়ে প্রেম করতেন উরফি ও পারস। কিন্তু অল্প দিনের ব্যবধানেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। বিচ্ছেদ প্রসঙ্গে উরফি বলেছিলেন, পারস বড্ড ছেলেমানুষ। শুধু তা-ই নয়, তাঁর প্রতি অধিকারবোধ দেখাতেন পারস।

১৫ ২০

এমনকি, প্রাক্তন প্রেমিকের জন্যই নাকি কাজ হারিয়েছিলেন তিনি! এমন দাবিও করেন উরফি। জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’তে অভিনয় করেন পারস। ওই ধারাবাহিকে তাঁরও অভিনয় করার কথা ছিল বলে দাবি করেন উরফি। কিন্তু প্রেমিকার সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছিলেন পারস। তাঁর অঙ্গুলিহেলনই শেষ পর্যন্ত ওই ধারাবাহিকে কাজের সুযোগ পাননি বলে অভিযোগ করেন উরফি। যদিও তাঁদের মধ্যে বর্তমানে সৌজন্য রয়েছে বলে দাবি করেছেন পারস।

১৬ ২০

তাঁর যেমন খুশি পোশাক পরে বেরিয়ে পড়া নিয়ে বিতর্ক তো হয়ই। কিন্তু তাতে কোনও পাত্তা দেন না তিনি। তবে এক বার একটি ঘটনায় বেজায় চটেছিলেন উরফি। এ নিয়ে পুলিশেরও দ্বারস্থ হন।

১৭ ২০

তাঁর ছবি বিকৃত করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন উরফি। এমনকি, তিনি অভিযোগ করেন, ওই যুবকের সঙ্গে ভিডিয়ো সেক্স করতে বলা হয়েছিল তাঁকে। আর না করলে নাকি তাঁর নগ্ন ছবি বলিউডে ছড়িয়ে দেওয়া হবে।

১৮ ২০

তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। নেটমাধ্যমে অভিযুক্তের ছবি প্রকাশ্যে এনে হইচই ফেলে দিয়েছিলেন উরফি।

১৯ ২০

কিছু দিন আগে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্বরে ভুগছিলেন অভিনেত্রী। ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তবে অসুস্থতা কাটিয়ে এখন তিনি সুস্থ। জন্মদিনের উদ্‌যাপনে খোশমেজাজেই পাওয়া গিয়েছে উরফিকে।

২০ ২০

তবে তাঁকে নিয়ে যতই বিতর্ক হোক, যতই তিনি ‘ট্রোলড’ হন না কেন, প্রায় প্রতি সপ্তাহেই বলিউডের তাবড় তাবড় নায়িকাদের পিছনে ফেলে প্রায় নেটদুনিয়ায় সেরা ১০০ জনের ‘মোস্ট সার্চড সেলেব্রিটি’র তালিকায় জায়গা করে নেন উরফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement