পৃথিবীর ৩৭০ কিলোমিটার ওপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।
জাপানে যে ‘আন্তর্জাতিক লিনিয়ার কোলাইডার (আইএলসি)’ নির্মাণের কাজ শুরু হতে চলেছে আগামী বছরে, বাজেট বরাদ্দের নিরিখে তা বিশ্বের বিজ্ঞান গবেষণা প্রকল্পগুলির মধ্যে চতুর্থ। ওই তালিকায় প্রথম স্থানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। দশটি সর্বাধিক ব্যয়ের যে বিজ্ঞান গবেষণা প্রকল্প রয়েছে বিশ্বে, তাদের ছবি নিয়েই এই অ্যালবাম।