Lionel Messi vs Kylian Mbappé

তেইশের মেসি বনাম তেইশের এমবাপে... ফারাক কোথাও এক চুল, কোথাও আকাশ-পাতাল!

মেসির বিশ্বকাপ দৌড় শেষ। অনেকে বলছেন ফুটবলবিশ্ব পেয়ে গিয়েছে আর এক মেসিকে। ১০ নম্বর জার্সি গায়ে তিনিও ক্ষণে ক্ষণে ম্যাজিক দেখান। তিনি কিলিয়ান এমবাপে। পরিসংখ্যানে কে এগিয়ে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৪:৫৭
Share:
০১ ১৬

১৯ বছর বয়সে দৌড় শুরু করেছিলেন, ৩৫ বছরে এসে বিশ্বকাপ ছুঁয়েছেন লিয়োনেল মেসি। ফুটবল জীবনের একমাত্র না-পাওয়াকে অবশেষে করেছেন আলিঙ্গন। নিজেই জানিয়ে দিয়েছেন, কাতারে তিনি জীবনের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন।

ছবি: রয়টার্স।

০২ ১৬

মেসির বিশ্বকাপ দৌড় শেষ হয়েছে। আর কখনও বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না আর্জেন্টিনা তারকাকে। এরই মধ্যে অনেকে বলছেন ফুটবলবিশ্ব পেয়ে গিয়েছে আর এক মেসিকে। ১০ নম্বর জার্সি গায়ে তিনিও ক্ষণে ক্ষণে ম্যাজিক দেখান। তিনি কিলিয়ান এমবাপে। মেসি না এমবাপে, কে এগিয়ে? কী বলছে পরিসংখ্যান?

ছবি: রয়টার্স।

Advertisement
০৩ ১৬

মেসির চেয়ে ১২ বছরের ছোট এমবাপে। পিএসজি ক্লাবে তাঁরা একে অপরের সতীর্থ। কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এলএম১০ এবং কেএম১০।

ছবি: রয়টার্স।

০৪ ১৬

সোনার বুটের লড়াইয়ে মেসিকে টেক্কা দিয়েছেন ফরাসি তারকা। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল তাঁর নামেই। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি। এমবাপেদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

ছবি: রয়টার্স।

০৫ ১৬

৩৫ বছরের মেসিকে পরবর্তী বিশ্বকাপে আর দেখা যাবে না। তবে বিশ্বকাপ জিতে তিনি জানিয়ে দিয়েছেন, দেশের জার্সিতে আরও কিছু দিন খেলতে চান। আরও কিছু জয়ের স্বাদ উপভোগ করতে চান। এখনই বিদায় নয়।

ছবি: রয়টার্স।

০৬ ১৬

অন্য দিকে, এমবাপে সবে ২৩ পেরিয়ে পা দিয়েছেন ২৪ বছরে। তাঁর সামনে অনেকটা সময় পড়ে। এখনও অনেকগুলি বিশ্বকাপে তিনি ফ্রান্সের জার্সি গায়ে আগুন ঝরাতে পারবেন। বিশ্বকাপ জেতার আরও অনেক সুযোগ পাবেন এমবাপে।

ছবি: রয়টার্স।

০৭ ১৬

২৩ বছর বয়সে ঠিক কোথায় দাঁড়িয়ে ছিলেন মেসি? কোথায়ই বা দাঁড়িয়ে এমবাপে? তাঁদের মধ্যে আদৌ তুলনা চলে কি? ২৩ বছরের পরিসংখ্যানে কে কাকে ছাপিয়ে যাচ্ছেন, ব্যবধানই বা কত?

ছবি: রয়টার্স।

০৮ ১৬

মেসি এবং এমবাপে, দু’জনেই দেশের জার্সিতে খেলা শুরু করেছিলেন ১৮ বছর বয়সে। তার পর ১৯-এই তাঁদের বিশ্বকাপ অভিষেক হয়। ২০১৮ সালে জীবনের প্রথম বিশ্বকাপে খেলতে নেমে ট্রফি জিতে নিয়েছিলেন এমবাপে। মেসি তা পারেননি।

ছবি: রয়টার্স।

০৯ ১৬

২৩ বছর বয়সে মেসির কেরিয়ারের দিকে চোখ রাখলে দেখা যায়, সেই সময়ে তিনি মোট ২৬৯টি ম্যাচ খেলেছেন। এমবাপে ওই একই সময়ের মধ্যে খেলে ফেলেছেন ৩০৩টি ম্যাচ।

ছবি: রয়টার্স।

১০ ১৬

ম্যাচ বেশি হওয়ায় এমবাপের গোলসংখ্যাও মেসির চেয়ে বেশি। ২৩ বছর বয়সে তিনি মোট ২২৯টি গোল করেছেন। মেসি এই বয়সে করেছিলেন ১৮০টি গোল।

ছবি: রয়টার্স।

১১ ১৬

গোলের ঠিকানা লেখা পাসের ক্ষেত্রেও ২৩ বছরের এমবাপে কিছুটা এগিয়ে আছেন ২৩ বছরের মেসির থেকে। এমবাপের অ্যাসিস্ট সংখ্যা ১১১। ২৩ বছরে মেসির নামের পাশে ছিল ৮২টি অ্যাসিস্ট।

ছবি: রয়টার্স।

১২ ১৬

২৩ বছর বয়সে মেসি এবং এমবাপে যে ক’টি বড় টুর্নামেন্ট জিতেছেন, তার নিরিখে ফারাকটা একেবারে কানঘেঁষা। ২৩-এর মেসির নামের পাশে ছিল ১১টি বড় জয়ের খেতাব। এমবাপে জিতেছেন ১২টি।

ছবি: রয়টার্স।

১৩ ১৬

২৩ বছর বয়সে দেশের জার্সিতে মোট ৬৭টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন এমবাপে। মেসি খেলেছিলেন ৫৭টি ম্যাচ।

ছবি: রয়টার্স।

১৪ ১৬

৬৭টি ম্যাচে ফ্রান্সের হয়ে এমবাপের গোলসংখ্যা ৪০। অন্য দিকে ৫৭টি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি করেছিলেন ১৭টি গোল।

ছবি: রয়টার্স।

১৫ ১৬

পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে ম্যাচ কিংবা গোল, সব দিক থেকেই ২৩ বছরে মেসিকে ছাপিয়ে গিয়েছেন ফ্রান্সের তরুণ তুর্কি। এমবাপের কেরিয়ার যেন ছুটছে। আগামী দিনে আরও একাধিক রেকর্ড তিনি ভেঙে দিতে চলেছেন, দাবি অনুরাগীদের। অনেকেই বলছেন, মেসি, রোনাল্ডোদের পরবর্তী সময়ে ফুটবলবিশ্বে ছড়ি ঘোরাতে প্রস্তুত এমবাপে।

ছবি: রয়টার্স।

১৬ ১৬

এক ঝলকে মেসি এবং এমবাপের ২৩ বছরের কেরিয়ার। পরিসংখ্যানে এগিয়ে ফরাসি তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement